দলের জয় থেকে মাত্র ১১ রান আগে আউট হলেন ডেভিড ওয়ার্নার, অপরাজিত থেকে মাঠ ছাড়ার সুযোগ হারানো ওইটুকু আক্ষেপই কেবল থাকল। না হলে দলের বড় জয়ে ফিফটি করে নিজের বিদায় ঠিকই রাঙিয়েছেন বাঁহাতি ব্যাটার। ওয়ার্নারের বিদায়ী টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার আনন্দে ভাসছে অস্ট্রেলিয়া।
শনিবার সিডনিতে তৃতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে অজিরা। তিন ম্যাচের সিরিজ প্যাট কামিন্সের দল জিতেছে ৩-০ ব্যবধানে।
১৩০ রানের মামুলি লক্ষ্যে নেমে প্রথম ওভারেই উসমান খাওয়াজাকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। এরপর কোন শঙ্কা তৈরি হতে দেননি ওয়ার্নার। মারনাশ লাবুশানেকে নিয়ে আনেন ১১৯ রানের জুটি। যাতে ম্যাচ চলে আসে পকেটে।
অফ স্পিনার সাজিদ খানের বলে বিদায় নেওয়ার আগে ৭৫ বলে ৫৭ করেন ওয়ার্নার। ৭৩ বলে ৬২ রানে অপরাজিত থেকে বাকি কাজ সারেন লাবুশানে।
ওয়ার্নার আউট হতেই দাঁড়িয়ে যায় গোটা সিডনির গ্যালারি। ব্যাট উঁচিয়ে সবার শুভেচ্ছার জবাব দেন ১১২তম টেস্টে ক্যারিয়ার থামানো ওয়ার্নার।
প্রথম ইনিংসে পাকিস্তানের ৩১৩ রানের জবাবে আমির জামালের তোপে ২৯৯ রানে গুটিয়ে গিয়েছিল অজিরা। ম্যাচ জমে উঠার আভাস তখন স্পষ্ট।
তবে দ্বিতীয় ইনিংসে জশ হ্যাজেলউড, ন্যাথান লায়নদের ঝাঁজ সামলাতে পারেনি সফরকারীরা। ৬৮ রানে ৭ উইকেট হারিয়ে তৃতীয় দিনেই হারের দোরগোড়ায় চলে যায় পাকিস্তান। ১১৫ রানে তাদের ইনিংস থামিয়ে রেখে পরে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনেই কাজ সেরে ফেলল স্বাগতিক দল।