নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মনোয়ারুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ইউনিয়নের সাবেক সচিব ইউসুফ ও বর্তমান সচিব শামীম মিয়াকে আসামি করা হয়েছে।
দুদক সূত্রে জানা যায়, মামলায় ইউনিয়ন পরিষদের জন্ম ও মৃত্যু নিবন্ধনের ৩৩ লাখ ৭২ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। এছাড়াও জালিয়াতির মাধ্যমে একই ব্যক্তির নামে দুটি জন্ম নিবন্ধন আইডি সরবরাহ ও নিবন্ধনের ক্ষেত্রে তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে এহসান উদ্দিন সাংবাদিকদের বলেন, এ কাজ আমার সচিবরা করেছে। তাদের কারণে আমাকে ফেঁসে যেতে হয়েছে। আমি তাদের বিশ্বাস করেছিলাম তারা আমার সঙ্গে জালিয়াতি করেছে।
দুদকের জেলা উপ-পরিচালক মঈনুল হাসান রওশনী বলেন, অর্থ আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ, সাবেক সচিব ইউসুফ ও বর্তমান সচিব শামীমকে আসামি করে এ মামলা করা হয়েছে।