বন্দর প্রতিনিধি: বন্দরে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ৩ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্ত রা হলো,বন্দর থানার দক্ষিন লক্ষনখোলা এলাকার মৃত নূর মোহাম্মদ মিয়ার ছেলে বন্দর থানার ৩৬(৯)১৮ ও ৬৪(১১)১৮ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মিজানুর রহমান (৪০) উত্তর লক্ষনখোলা ফুল চাঁন মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সালাউদ্দিন (৪২) ও মদনপুর তাজপুর এলাকার কেয়ামত আলী মিয়ার ছেলে রণী (৩০)। গ্রেপ্তারকৃতদের বুধবার (১০ জানুয়ারী) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরন করা হয়। এর আগে গত মঙ্গলবার (৯ জানুয়ারী) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।