দীর্ঘ প্রায় দেড় বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন বিরাট কোহলি। আফগানিস্তানের বিপক্ষে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু সিরিজ দিয়ে তার মাঠে নামার কথা ছিল। কিন্তু হঠাৎ মোহালিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কোহলি।
কেন? ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ব্যক্তিগত কারণে কোহলি প্রথম ম্যাচ থেকে সরে গেছেন। তবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে খেলবেন এই ব্যাটার।
জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এটিই ভারতের শেষ সিরিজ। ফলে তিনটি ম্যাচই ভারতের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।
কোহলির অনুপস্থিতিতে ব্যাটিংয়ের তিন নম্বর পজিশনে দেখা যেতে পারে সঞ্জু স্যামসনকে। রোহিত শর্মা এবং জসশ্বী জ্যাসওয়েল ইনিংস উদ্বোধন করবেন।