আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে আইনজীবী সমিতি ভবনের নিচতলায় আয়োজিত বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়।
নির্বাচনের জন্যে ৫ সদস্যের নির্বাচন কমিশন এবং ৩ সদস্যের আপীল বোর্ড গঠন করা হয়। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন এড. সামসুল ইসলাম ভূইয়া। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন এড. আশরাফ হোসেন, এড. আবদুর রহিম, এড. মেরিনা বেগম এবং এড. সুখচাঁদ সরকার। আপীল বোর্ডে দায়িত্ব পালন করবেন এড. ইমদাদুল হক তারাজুদ্দিন, এড. নুরুল হুদা এবং এড. হুমায়ুন কবির।
এদিকে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে আওয়ামীলীগের আইনজীবীরা নির্বাচনকে স্বাগত জানিয়ে নির্বাচনের পক্ষে শ্লোগান দিয়ে মিছিল বের করে অপরদিকে এজিএম বয়কট করে বিক্ষোভ করেছেন বিএনপি পন্থী আইনজীবীরা।
এ সময় বিএনপির আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ আসন্ন আইনজীবী সমিতির নির্বাচনের লক্ষ্যে গঠিত নির্বাচন কমিশনকে আওয়ামীলীগের দলীয় কমিশন আখ্যা দিয়ে অবিলম্বে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি জানান। অন্যথায় আন্দোলন করেদাবি আদায়ের হুঁশিয়ারি দেন তারা। বার ভবনের সামনে বিএনপির আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ চলাকালে আওয়ামীলীগের আইনজীবীরা মিছিল নিয়ে এলে দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে বিএনপির আইনজীবীরা মিছিল নিয়ে মূল ফটকের সামনে এসে সমাবেশ করেন।
বিক্ষোভ সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা বলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভাকে আওয়ামীলীগ প্রহসনে পরিনত করেছে। সভায় তারা কাউকে কথা বলতে সুযোগ দেয়নি। সম্পূর্ন একতরফাভাবে নিজেদের দলীয় লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করেছে। আমরা এই দলীয় নির্বাচন কমিশন মানি না। অবিলম্বে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে হবে অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তুলে এই প্রহসনের নির্বাচন প্রতিহত করা হবে।