কাশিপুরের স্বেচ্ছাসেবী সংগঠন (মানুষ গ্রুপ) সহযোগীতায় গ্রুপের নির্দেশনা থেকে ফ্রি ব্লাড ক্যাম্পেইন হবে ২৩-০৯-২০২২ ইং তে কাশিপুর ৩নং ওয়ার্ডের এলাকায় গেদ্দারবাজার চরকাশিপুর ব্রিজ এ। মানুষ গ্রুপের প্রতিষ্ঠাতা মোঃ সোহান আলী খাঁন গণমাধ্যমকে বলেন আমি কাশিপুরের সন্তান আমি কাশিপুর এর জন্য কিছু করতে চাই। তাই এই স্বেচ্ছাসেবক টিম (মানুষ গ্রুপ) গঠন করেছি ।আমাদের উদ্দেশ্য কাশিপুর কে সুন্দর ও সচ্ছল করা। আর আশা করছি আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন।
তাই যাদের রক্তের গ্রুপ জানা নেই তারা অবশ্যই চলে আসবেন।