নিউজ ডেস্কঃ
২৮৭ বছর পর দ্বিতীয়বারের মতো নারায়ণগঞ্জের কালি বাজারে পুনরায় হতে যাচ্ছে শ্রী শ্রী নিরোকলী মায়ের পূজা। ১৮ই জানুয়ারি ২০২৪, বৃহস্পতিবার নারায়ণগঞ্জের আমলাপাড়া কালির বাজার শ্রী শ্রী লক্ষী জনার্দন বালা জীউর আখড়ায় অনুষ্ঠিত হবে পূজা। ইংরেজি ১৩৩৭ সালে বাংলাদেশ ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলাধীন কালিবাজারস্থিত এক ও অদ্বিতীয় শ্রী শ্রী নিরোকলী মায়ের পূজা ও আবির্ভাব ঘটে। শ্রী প্রসাদ দাস মহাশয় কে শ্রী শ্রী মা নীরকলি স্বপ্না দেশ করেন এবং তার পূজা করার আদেশ দেন । শ্রী প্রসাদ দাস অষ্টাধাতুর কলসে প্রথম নিরাকলী মায়ের পূজা আরম্ভ করেন। শ্রী শ্রী নিরোকলী মা দুর্গা ও কালীর মিলিত রূপ। শ্রী শ্রী নিরোকলী মা ছয় হাতে শঙ্খ, চক্র, গদা, ত্রিশূল, খর্গ, পদ্ম, আর র্সিংহ হচ্ছে মায়ের বাহন। শ্রীশ্রী নিরোকলী মা হলেন শক্তি স্বরুপা দেবী।
শ্রী শ্রী নিরোকলী মা পুনরায় ২৮৫ বছর পর ২০২২ সালে পন্ডিত শ্রী সুধীর রঞ্জন চক্রবর্তী মহাশয়কে স্বপ্নাদেশ করেন এবং তার পূজা করার আদেশ দেন।
পুনরায় নারায়ণগঞ্জ কালিবাজারে ২৮৭ বছর পর দ্বিতীয় বারের মত ৩ রা মাঘ ১৪৩০ বাংলা (১৮)ই জানুয়ারি ২০২৪ইং রোজ বৃহস্পতিবার দিনের তৃতীয় খন্ডে শ্রী শ্রী নিরোকলী মায়ের পূজা আয়োজন করা হয়েছে। পূজায় সকলকে আসার আমন্ত্রণ জানায় পূজার আয়োজকবৃন্দ।