নারায়ণগঞ্জের বন্দরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে র্যাব-১১। বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১০ টায় সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের শান্তিনগর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই কম্বল বিতরণ করা হয়।
স্থানীয় দুস্থ ও আশ্রয়ণ প্রকল্পের ৩ শতাধিক নারী পুরুষের মাঝে এই কম্বল বিতরণ করেন র্যাব-১১ এর উপ অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী।
স্থানীয়দের সাথে আলাপকালে মেজর সানরিয়া চৌধুরী বলেন, তীব্র শীতে মানবিক সহায়তার অংশ হিসেবে শীতবস্ত্র নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে র্যাব-১১।
স্থানীয়দের সহায়তায় র্যাবের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমাজসেবক শরীফ হীরা, মোহাম্মদ মাহবুব, শান্তিনগর বড়জামে মসজিদ সভাপতি হাজী মো. কফিলউদ্দিন মিয়া, শান্তিনগর জামে মসজিদ সভাপতি হাজী মো. মোশাররফ হোসেন, শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ওমর ফারুক প্রমুখ।