নারায়ণগঞ্জের ফতুল্লা শিবু মার্কেট এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে পোশাক কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ফতুল্লার কাইয়েমপুর এলাকার র্যাডিকেল ডিজাইন গার্মেন্টসের শ্রমিকরা এ অবরোধ করেন। এসময় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যানজটের সৃষ্টি হয়।শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, জানুয়ারি মাস শেষের দিকে চলে এলেও তারা এখনও ডিসেম্বর মাসের বেতন পাননি। কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবার বকেয়া বেতন পরিশোধের কথা বলেছিলো। কিন্তু সকালে মালিকপক্ষ বকেয়া বেতন পরিশোধ করতে অপারগতা প্রকাশ করে নোটিশ টানিয়ে দিয়েছে। এজন্য তারা বিক্ষোভ করেছেন।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সদস্য এম এ শাহীন গণমাধ্যমকে বলেন, র্যাডিকেল ডিজাইন গার্মেন্টসের শ্রমিকরা তাদের বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। তাবে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে।নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, বকয়ো বেতনের দাবিতে একটি কারখানার পোশাকশ্রমিকরা সড়ক করেছিলো। পরে পুলিশ সদস্যরা গিয়ে তাদের বুঝিয়ে সরিয়ে দিয়েছে।