1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
নারায়ণগঞ্জে ঘরে জমা ‘গ্যাসের আগুনে’ দগ্ধ ৬ - নারায়ণগঞ্জ আপডেট
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০১:০০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
জামায়াত সরকার গঠন করলে দলের কোনো এমপি-মন্ত্রী সরকারি উপহার নেবেন না : জামায়াত আমির তারেক রহমানকে নিয়ে আর কোন কটুক্তি করলে সে যে দলেরই হোক কঠোর জবাব দেয়া হবে: বাবুল বন্দরে সন্ত্রাসী মুকুট গংয়ের হামলায় ইসলামীআন্দোলন নেতা সাইফুল আহত ভবিষ্যতে আর যাতে কোনো চরমপন্থা ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায় : তারেক রহমান তারেক রহমানের নির্দেশে হাসপাতালে জামায়াত আমিরকে দেখতে এসেছি : মির্জা ফখরুল রাজনীতিতে শিষ্টাচার থাকাটা জরুরী—-এনসিপিকে আবুল কাউছার আশা এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ বিএনপির নামে জামায়াত ও এনসিপির মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বন্দরে হুমায়ূনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল গোপালঞ্জে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের পর ইউএনও গাড়িতে হামলা ও ভাঙচুর মদনপুর টু মদনগঞ্জ সড়কটি মরণ ফাঁদেপরিনত, ভুগান্তির শেষ কোথায়!

নারায়ণগঞ্জে ঘরে জমা ‘গ্যাসের আগুনে’ দগ্ধ ৬

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ৩৭০ Time View

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ঘরে জমা ‘গ্যাসের আগুনে’ দগ্ধ হয়েছেন ছয়জন৷ নবজাতককে দেখতে ঘরটিতে জড়ো হয়েছিলেন এই স্বজনরা।

তারা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন৷ তাদের মধ্যে এক নারী আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছেন৷

বুধবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর ১০ নম্বর ওয়ার্ডের বাঘপাড়া এলাকায় একটি টিনশেড বাসায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক।

এ ঘটনায় দগ্ধরা হলেন- সুখী আক্তার (৩৩), তার মেয়ে সাদিয়া আক্তার (১০), বোন জান্নাতি আক্তার (১৮), ভাই আরিফ হাওলাদার (২১), ফুফাতো বোন রহিমা আক্তার (৩২), রহিমার মেয়ে রিতু (১৩)৷

দগ্ধ রহিমার স্বামী জাহাঙ্গীর হাওলাদার বলেন, তারা এবং সুখীর পরিবার পাশাপাশি বাসায় ভাড়া থাকেন৷ সুখী দুই সপ্তাহ আগে সন্তানের জন্ম দেন৷ তাকে দেখতেই সবাই গত রাতে সুখীর ঘরে ছিলেন৷ এ সময় আগুনের ঘটনা ঘটে৷শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, রহিমা আক্তারের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে৷ তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন৷

এছাড়া সুখী ও জান্নাতি যথাক্রমে ১৭ শতাংশ ও ১৫ শতাংশ দগ্ধ হয়ে ওয়ার্ডে ভর্তি৷

বাকি তিনজনের মধ্যে সাদিয়ার ৫ শতাংশ, আরিফের ৩ শতাংশ এবং রিতুর ১০ শতাংশ দগ্ধ হয়েছেন৷ প্রাথমিক চিকিৎসার পর তারা অবজারভেশনে আছেন বলে জানান এ চিকিৎসক৷

ওসি আবু বকর সিদ্দিক বলেন, “প্রাথমিকভাবে ঘরে থাকা লাইনের চুলা থেকে জমা গ্যাসের কারণে আগুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হলো তা নিয়ে কাজ করছে পুলিশ৷ ”

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • রবিবার (দুপুর ১:০০)
  • ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২৫শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি
  • ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL