1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
সোনারগাঁয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামীলীগের নেতাকে পিটিয়ে হত্যা - নারায়ণগঞ্জ আপডেট
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
পাহেলগাম হামলার জবাব দিতে সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন নরেন্দ্র মোদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাএ হত্যার ঘটনায় ৪ দিনের রিমান্ডে সাবেক আইনমন্ত্রী নারায়ণগঞ্জ আদালতে হামলার শিকার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাত খুনের আসামিদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে আইনজীবীদের মানববন্ধন ট্রাফিক পুলিশের মাঝে ছাতা-স্যালাইন বিতরণ ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন প্রার্থীরা ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক ইতালির রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টার গাজায় নতুন করে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত আরও ৪৫ নারায়ণগঞ্জের ৭ খুন মামলার আসামিদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন

সোনারগাঁয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামীলীগের নেতাকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪
  • ৩২৪ Time View

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক নজরুল ইসলাম ভূঁইয়াকে (৪৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের মাঝেরচর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।নিহত নজরুল ইসলাম নোয়াগাঁও ইউনিয়নের চর নোয়াগাঁও গ্রামের মৃত শফেদ আলী ভূঁইয়ার ছেলে।

নিহতের স্ত্রী আসমা আক্তার জানান, তার স্বামী নজরুল ইসলাম রূপগঞ্জের ভূলতা গাউছিয়া এলাকায় ব্যবসায়ের কাজে যাচ্ছিলেন। পথে জামপুর ইউনিয়নের মাঝের চর বাসস্ট্যান্ডে গাউছিয়া যাওয়ার জন্য অটোরিকশায় ওঠেন। দীর্ঘসময় কোনো যাত্রী না ওঠার কারণে তিনি অটোরিকশা থেকে নেমে বিকল্প পথে যাওয়ার চেষ্টা করেন। অটোরিকশা থেকে নেমে যাওয়ার সময় অটোরিকশার লাইনম্যান জাকির হোসেন ও অটোচালকের সঙ্গে তর্কবিতর্ক ও ধ্বস্তাধস্তি হয়। একপর্যায়ে লাইনম্যান জাকির ও দাইয়ানের হাতে থাকা লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।এসময় জাকির ও দাইয়ানের সঙ্গে স্ট্যান্ডের অন্যান্য অটোচালকরা তাকে কিল-ঘুসি মারেন। তাদের পিটুনিতে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়লে তাকে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুই ছেলে ও এক মেয়ে নিয়ে সংসার আসমা আক্তারের। স্বামীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।নোয়াগাঁও ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ নেতা মোবারক হোসেন বলেন, ‘নজরুল ইসলাম ধন্ধি বাজারে রড ও স্টিলের ব্যবসা করতেন। তিনি রাজনীতি করলেও নিরীহ প্রকৃতির ছিলেন। তার এমন মৃত্যু মেনে নেওয়া যায় না।’

নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল আলম সামসু বলেন, ‘যুবলীগ নেতার এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন। তুচ্ছ ঘটনায় এমন ঘটনা ঘটা উচিত নয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’এ বিষয়ে তালতলা ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের দাবি, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • বুধবার (দুপুর ১:৪৮)
  • ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
  • ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL