1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
চালকের হাত-পা বেঁধে ডাকাতি, ৬ ডাকাত গ্রেফতার - নারায়ণগঞ্জ আপডেট
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা অবশ্যই পূরণ করতে হবে এটা আমাদের অঙ্গীকার : নাহিদ নারায়ণগঞ্জে সংস্কারের পর নির্বাচনের দাবিতে মার্চ ফর ড. ইউনূস কর্মসূচি পালিত গাজায় ইসরাইলী গনহত্যায় ফিলিস্তিনি শহীদদের স্বরনে বন্দরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত কর্মী ছাড়া নেতাদের দুই পয়সা মূল্য নেই : ফরিদ সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউন ও দুটি দোকানে আগুন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেন বাংলাদেশ মায়ের পিস্তল নিয়ে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে সন্তানের হামলা, নিহত ২ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০০ একরের বেশি জমিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস ইইউ ঘোষিত ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখলের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে জার্মানি

চালকের হাত-পা বেঁধে ডাকাতি, ৬ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪
  • ২৯৭ Time View

মাইক্রোবাস চালকের হাত পা বেঁধে মালামালসহ ডাকাতি করে নিয়ে যাওয়ার ঘটনায় ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে বন্দর ফাঁড়ী পুলিশের একটি টিম। এ সময় অভিযানের নেতৃত্ব দেন বন্দর ফাঁড়ি পুলিশ পরিদর্শক মো. রেজাউল করিম। গ্রেপ্তারকৃত ৬ ডাকাতকে বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) দুপুরে ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালত পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো সোনারগাঁ থানার দুধঘাট এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে সজিব ওরফে বেল্ট সজিব (২১), বন্দর থানার নবীগঞ্জ উত্তর নোয়াদ্দা এলাকার মৃত আব্দুল ছালাম মিয়ার ছেলে ভিকি ওরফে বিকি (৩৩), সোনারগাঁ থানার দাউদেরগা এলাকার মৃত ফজলুল হকের ছেলে শামীম হাসান ওরফে জগত (২৪), একই থানার ভাটির চর দড়িকান্দী এলাকার মৃত আক্কেল আলী ছেলে রাব্বানী হাসান ওরফে মুন্না (২৭), বন্দর থানার নবীগঞ্জ উত্তরপাড়া এলাকার মৃত কাদের মিয়ার ছেলে রিজভী হোসেন বাবু (২৮) ও সোনারগাঁ টেঙ্গারচর এলাকার রোস্তম আলী মিয়ার ছেলে রনী (৩৪)।

এ ব্যাপারে আহত রেন্ট এ কার চালক হাজী ইব্রাহিম মোল্লা বাদী হয়ে গত বুধবার (২৪ জানুয়ারী) রাতে অজ্ঞাতনামা ১৪/১৫ জন ডাকাতদলের বিরুদ্ধে বন্দর থানায় ডাকাতি মামলা দায়ের করেন।

জানা গেছে, সিদ্ধিরগঞ্জ থানার আদমজীনগরস্থ নয়াপাড়া এলাকার সামছুল হক মোল্লার ছেলে হাজী ইব্রাহিম মোল্লা তার স্ত্রী মালিকানাধীন ঢাকা মেট্রো চ- ১১-৯৫৫০ নাম্বারের একটি নোহা গাড়ী সিদ্ধিরগঞ্জ চিটাগাংরোড স্ট্যান্ডে রেন্টেকার মাধ্যমে ভাড়া দিয়ে দীর্ঘ দিন ধরে ব্যবসা করে আসছে। গত রোববার (২১ জানুয়ারি) রাত ১০টা ৫০ মিনিটে সময় বন্দর উপজেলার বন্দর রেললাইন ভাড়াটিয়া পেসেঞ্জার নামিয়ে দিয়ে সিদ্ধিরগঞ্জ উদ্দেশ্যে রওনা হয়। পরে ওই রাতে সাড়ে ১১টায় সময় আমার গাড়ীটি বন্দর উপজেলার আমিরাবাদ বটতলা স্ট্যান্ডের সামনে আসলে ওই সময় অজ্ঞাতনামা ১৪/১৫ জনের একটি ডাকাত দল পথরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে গাড়ীসহ চালককে জোর পূর্বক রাত ১১টা ৪০ মিনিটে বন্দর থানার দাঁসেরগাওস্থ জনৈক মোজাম্মেল মিয়ার বাড়ী দক্ষিণ পাশে রাস্তার উপর নিয়ে যায়। পরে অজ্ঞাত নামা ডাকাত দল চালককে অস্ত্রে মুখে জিম্মি করে চালককে হাত পা বেঁধে বেদম ভাবে মারধর করে নগদ টাকা, ঘড়ি ও ১টি এনড্রয়েট মোবাইল ফোন ও ২টি বাটান মোবাইল সেট ও গাড়ী ছিনিয়ে নিয়ে চালককে ফাঁকা জায়গায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে গাড়ি চালক সেখান থেকে কৌশলে হাতের বাধন খুলে পাশের বাড়িতে এসে আশ্রয় নেয়। এদিকে বাড়ি মালিকের মোবাইল ফোন থেকে বিষয়টি ৯৯৯এ কল দিয়ে ঘটনার বিস্তারিত জানায়। এ ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে চালককে উদ্ধার করে।

এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা বন্দর ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক রেজাউল করিম জানান, ডাকাতি ঘটনায় জড়িত থাকার অপরাধে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামী গ্রেপ্তার ও লুন্ঠিত মালামাল উদ্ধারের জন্য পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • রবিবার (রাত ৪:২২)
  • ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL