নিজস্ব সংবাদদাতা // তৃতীয়বারের মতো ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নিরাপদ ও সাশ্রয়ী ভাড়ায় যাত্রী সেবা প্রদান করে যাচ্ছে বিআরটিসি।
মেলা শুরুর প্রথম দিন থেকেই নারায়ণগঞ্জ থেকে যাত্রী নিয়ে যাচ্ছে পরিবহনের বাস গুলো।
নারায়ণগঞ্জ থেকে প্রতিদিন সকাল ০৮:০০ টায় বাণিজ্য মেলার উদ্দেশ্যে বিআরটিসি বাস ছেড়ে যাচ্ছে। মেলা শেষে আবার যাত্রীদের নিরাপদে পৌঁছে দিচ্ছেন।
নারায়ণগঞ্জ হতে মেলা প্রাঙ্গন পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা।
মেলায় আগত দর্শনার্থীদের নিরাপদে যাতায়াত নিশ্চিত করনের লক্ষ্যে চেয়ারম্যান, বিআরটিসির প্রত্যক্ষ নির্দেশনায় মেলার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত নির্দিষ্ট রুটগুলোতে বিআরটিসির শ্যাটল বাস সার্ভিস অব্যাহত থাকবেন।