বন্দর প্রতিনিধি : বন্দরে মারামারি মামলার ৫ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী আসলাম (৩২)কে গ্রেপ্তার করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ। গ্রেপ্তারকৃতকে রোববার (২৮ জানুয়ারী) দুপুরে উল্লেখিত সাঁজা ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শনিবার (২৭ জানুয়ারী) রাতে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের চিড়াইপাড়াস্থ নন্দনকানন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে উল্লেখিত আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃত সাঁজাপ্রাপ্ত আসামী আসলাম বন্দরের চিড়াইপাড়া নন্দনকানন এলাকার মৃত সাহাবুদ্দিন মিয়ার ছেলে। থানা সূত্রে জানাগেছে, কামতাল তদন্ত কেন্দ্রের উপ- পরিদর্শক আল ইসলামসহ সঙ্গীয় ফোর্স শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বন্দর থানা দায়েরকৃত ৪০(৪)১৮ নং মামলার ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী আসলামকে তার বসত ঘর থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।