নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাঙারি দোকানে জামাল (১৪) নামে এক কিশোরের রহস্যজনক মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) দিনগতরাতে ফতুল্লার চাষাঢ়া রেলষ্টেশনের কাছে আল আমিনের ভাঙ্গারী দোকানে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় হৃদয়, জাহাঙ্গীর, খালেক খা ও জুয়েল নামে চারজনকে আটক করেছে পুলিশ।
নিহত জামালের সহযোগী তানজিদ গণমাধ্যমকে বলেন, জামাল আমার সঙ্গে বিভিন্ন এলাকায় ঘুরে ভাঙারি কুড়িয়ে আল আমিনের দোকানে বিক্রি করতো। রাতে জুয়েল, হৃদয়, জাহাঙ্গীর, খালেক খা, খোকন ও জামাল এক সঙ্গে আল আমিনের ভাঙ্গারী দোকানে বসে জুতার আঠা পলিথিন ব্যাগে ভরে ডান্ডি নেশা তৈরি করে তা সেবন করে। এরপর সবাই দোকানেই ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে আমি দোকানে গিয়ে দেখি জামাল দোকানের বাঁশের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। তখন ডাকাডাকি করলে সবাই ঘুম থেকে উঠে জামালকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে কম্বল দিয়ে ডেকে রেখে লুকানোর চেষ্টা করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসেন গণমাধ্যমকে বলেন, নিহত কিশোরের বাবা মায়ের নাম ও পরিচয় পাওয়া যায়নি। যাদের সঙ্গে নেশা করতো এবং ভাঙ্গারী টোকায় তারা জামাল নামে ছেলেটিকে ডাকে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।