২৩-০৯-২০২২ ইং রোজ শুক্রবার কাশিপুর ৩নং ওয়ার্ডের গেদ্দারবাজার চরকাশিপুর ব্রিজ এ নিট কন্সাট গার্মেন্টস এর সামনে কাশিপুরের স্বেচ্ছাসেবী সংগঠন (মানুষ গ্রুপ) এর সহযোগীতায় ২০০ জন মানুষ এর ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন আয়োজন করা হয়। ওইখানে অনেকে গরিব,দরিদ্র মানুষ আসে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করে জানতে পেরে খুশি হয়।
সেবা প্রদান করেন কাশিপুরের স্বেচ্ছাসেবী সংগঠন (মানুষ গ্রুপ) প্রতিষ্ঠাতা মোঃ সোহান আলী খাঁন এবং তার স্বেচ্ছাসেবী বন্ধুরা। মানুষ গ্রুপের প্রতিষ্ঠাতা মোঃ সোহান আলী খাঁন বিশেষ ধন্যবাদ জানায় স্বেচ্ছাসেবী মোঃ আলম, স্বেচ্ছাসেবী মোঃ মোশারফ, স্বেচ্ছাসেবী মোঃ সোহেল ও স্বেচ্ছাসেবী মোঃ মাসুদ কে এই কার্যক্রম ও গ্রুপের সাথে কাধে কাধে মিলিয়ে কাজ করার জন্য।
মানুষ গ্রুপের প্রতিষ্ঠাতা মোঃ সোহান আলী খাঁন গণমাধ্যম কে বলে আমরা সমস্ত উন্নয় যুক্ত কাজে থাকতে চাই। আমাদের এই সংগঠন (মানুষ গ্রুপ) করোনা কালীন সময়ে দারিদ্র্য দের মধ্যে ত্রান বিতরণ করেছি। সেই থেকে আমাদের সংগঠন শুরু হয়। রাস্তা ঘাট পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ও আমাদের এই সংগঠনের স্বেচ্ছাসেবীরা বিনা স্বার্থে কাজ করে যাচ্ছে। তার পর আমরা “রক্তদান হোক জীবনের শ্রেষ্ঠ উপহার” এই শ্লোগান দিয়ে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন শুরু করি এবং আমাদের সংগঠন এর সহযোগীতায় প্রায় ২৩-৩০ জন ব্লাড ডোনেট করেন।
আশা করি আপনারা আমাদের কাশিপুরের স্বেচ্ছাসেবী সংগঠন (মানুষ গ্রুপ)এর সহযোগীতায় আগামীতে আরো ভালো কাজ পাবেন।