নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএর গুদামে মজুতকৃত প্লাস্টিক পাইপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে শহরের খানপুর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ সময় আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ৭টি ইউনিট কাজ করছে।