1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
নগরীতে সকাল ৭ থেকে ৩ টা পর্যন্ত বন্ধ ছিল ঢাকাগামী বাস - নারায়ণগঞ্জ আপডেট
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা অবশ্যই পূরণ করতে হবে এটা আমাদের অঙ্গীকার : নাহিদ নারায়ণগঞ্জে সংস্কারের পর নির্বাচনের দাবিতে মার্চ ফর ড. ইউনূস কর্মসূচি পালিত গাজায় ইসরাইলী গনহত্যায় ফিলিস্তিনি শহীদদের স্বরনে বন্দরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত কর্মী ছাড়া নেতাদের দুই পয়সা মূল্য নেই : ফরিদ সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউন ও দুটি দোকানে আগুন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেন বাংলাদেশ মায়ের পিস্তল নিয়ে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে সন্তানের হামলা, নিহত ২ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০০ একরের বেশি জমিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস ইইউ ঘোষিত ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখলের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে জার্মানি

নগরীতে সকাল ৭ থেকে ৩ টা পর্যন্ত বন্ধ ছিল ঢাকাগামী বাস

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৬৮ Time View

স্টাফ রিপোটার ঃ
নগরীতে সকাল পর্যন্ত বন্ধ ছিল বন্ধন, উৎসবসহ বিভিন্ন ঢাকাগামী বাস। রবিবার (৪ ফেব্রুয়ারি) ভোর থেকে বাস না পেয়ে ভোগান্তিতে পরেন অফিসমুখী যাত্রীরা। পরবর্তীতে সকাল ১০ টা হতে বাস চলাচল শুরু হয়।

ঠিক এক দিন আগে (৩ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক মাহমুদুল হক ঘোষণা দেন, আমি প্রকাশ্যে ঘোষণা করছি, আগামীকাল থেকে আমি গাড়ি ডাম্পিংয়ে দেওয়া শুরু করবো। আগামীকাল থেকে রুট পারমিট ছাড়া গাড়ি দেখলেই ডাম্পিংয়ে দিয়ে দেব। রুট পারমিট ছাড়া কোনো গাড়ি নারায়ণগঞ্জে ঢুকবে না। তার এই ঘোষণার পর রবিবার সকাল পর্যন্ত ঢাকাগামী বাস চলাচল বন্ধ ছিল।

চাষাঢ়ায় বিভিন্ন বাস কাউন্টারে সরেজমিনে গেলে উৎসব ও বন্ধন বাসের কাউন্টার কর্তৃপক্ষ জানান, রবিবার সকাল ১০টা পর্যন্ত বাস ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ ছিল। এসময় উৎসব পরিবহনের কাউন্টারের কর্মচারী সাব্বির বলেন, সকাল ১০ টা পর্যন্ত বাস চলাচল বন্ধ ছিল। ২নং রেল গেট হতে পুলিশ আমাদের বাস ছাড়তে দেয় নাই। পরে বাস কর্তৃপক্ষ মিটিং করে বাস ছাড়ার ব্যবস্থা করেন। এরপর থেকে স্বাভাবিকভাবেই বাস চলাচল করছে।

বন্ধন কাউন্টারে গেলে মো. রাশেদ বলেন, আমি বন্ধন‘র একটি বাসের মালিক। ১০ বছর ধরে আমরা রুট পারমিটের জন্য চেষ্টা করছি। কিন্তু এখনও তা পেতে সক্ষম হই নি। তাই আমাদের বাস নারায়ণগঞ্জ-ঢাকা রুটে চলাচল করতে সমস্যা হচ্ছে।

উল্লেখ্য, শনিবার (৩ ফেব্রুয়ারি) নগরীতে হকার ও যানজট নিরসনে এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এনসিসির মেয়র, সংসদ সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তারা রুট পারমিট ছাড়া বাস চলাচল বন্ধ করতে একমত পোষণ করেন। জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, শহরে অবৈধ স্ট্যান্ড আমরা থাকতে দেব না। কালকে থেকে আমাদের টিম যাবে। সরকার অনেক শক্তিশালী। আমরা জনপ্রতিনিধিদের দিকে তাকিয়ে ছিলাম। আমি খুবই আশান্বিত। আমরা কাল থেকে অভিযান পরিচালনা করবো অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করার জন্য।

মেয়র আইভী বলেন, মৌমিতা নারায়ণগঞ্জে চলতে দেওয়া যাবে না। আমাদের শহরেই তো নারায়ণগঞ্জের অনেক বাস আছে। সেগুলোরই ঠিকভাবে পারমিশন দিতে পারি না, চলতে পারে না। পুরো শহর বাসের নগরী। তাহলে কেন আরেক জায়গা থেকে আরেক জন এসে নিজেদের বাসগুলো এভাবে চালাবে।

সংসদ সদস্য শামীম ওসমান বলেন, আমি এমপি হওয়ার পরও গাড়ি রাখার জন্য আলাদা জায়গা ভাড়া করেছি। আর অন্যান্যরা রাস্তার উপরে গাড়ি রাখছে এই জিনিসটা প্রশাসনের দেখা উচিত। আমার মতে, বিআরটিএ’র পারমিশন ছাড়া কোন গাড়ি সড়কে চলাচল করতে দেয়া যাবে না। এবং বিআরটিও অতগুলো গাড়ি পারমিশন দেবে না যতগুলো সড়কে দরকার নেই। এখানে অগ্রাধিকার পাবেন যারা নারায়ণগঞ্জে বসবাসকারী ব্যবসায় আছেন। যারা নিজেরা ট্রান্সপোর্ট ব্যবসা করেন তাদেরকে আগেও মূল্যায়ন করতে হবে। কারণ তারা আমাদের এলাকার মানুষ এবং আমাদের এলাকার ব্যবসায়ী।

সংসদ সদস্য সেলিম ওসমান বলেন, আপনারা (পুলিশ) কি চাইলে পারবেন না যে, এই স্ট্যান্ড থাকবে না, রাইফেল ক্লাবে অবৈধ স্ট্যান্ড থাকবে না। আপনারা তা না পারলে, তাইলে নারায়ণগঞ্জে পুলিশ থাকার লাগবে না। আপানারা ঘুমান, আমরা বের হবো। আমরা যদি বাইরে যাই অমুকের লোক, তমুকের লোক আসছে এমনটা হবে। আপনারা (পুলিশ) গিয়ে স্ট্যান্ড সড়ায় দেন। তারপর নোটিশ দেন এখানে ফুটপাতে দোকান বসানো যাবে

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • রবিবার (রাত ১২:৪৭)
  • ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL