বন্দর প্রতিনিধি : বন্দরে ৬৮ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মোক্তার হোসেন পটল (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মোক্তার হোসেন পটল বন্দর থানার রামনগর এলাকার মৃত লাল মিয়ার ছেলে। ধৃতকে উল্লেখিত মাদক মামলায় বুধবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরন করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) রাতে বন্দর থানার রামনগর এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানার এসআই সাইফুল পাটোয়ারী বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১১ (২)২৪। থানা সূত্রে জানাগেছে, ধৃত মাদক ব্যবসায়ী মোক্তার হোসেন পটল দীর্ঘ দিন ধরে রামনগর, সোনাচড়াসহ এর আশেপাশে এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬৮ পিছ ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও ধৃতের বিরুদ্ধে বন্দর থানায় আরো একটি মাদক মামলার ওয়ারেন্ট রয়েছে বলে জানাগেছে।