1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
মিয়ানমারে ২ বিদ্রোহী যোদ্ধাকে জীবন্ত পুড়িয়ে হত্যা - নারায়ণগঞ্জ আপডেট
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
নারায়ণগঞ্জ  মহানগর গোগনগর ইউনিয়ন  যুবদল  সাদপন্থীদের সকল কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি উলামা মাশায়েখদের বন্দর থানা অটোরিক্সা ও সিএনজি শ্রমিক কল্যাণ বহুমূখী সমবায় সমিতির কমিটি ঘোষনা ও পরিচিত সভা অনুষ্ঠিত বিকেএমইএ‘র ব্যবসায়ী সংগঠনের স্মারকলিপি ফতুল্লা থানায় অর্থ লেনদেনের মাধ্যমে হত্যা মামলার আসামি মুক্ত, পুলিশ বলছে অবজারভেশনে ছিল। নারায়ণগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত মহানগর স্বেচ্ছাসেবক দলের রাজনীতির একাল-সেকাল নারায়ণগঞ্জ জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তাসমিন আক্তার পিপিএম’র যোগদান বন্দরে সিএসডিতে সরকারি খাল দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ আসমার বিরুদ্ধে চাঁদাবাজদের তালিকা হচ্ছে, দু-এক দিনের মধ্যে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

মিয়ানমারে ২ বিদ্রোহী যোদ্ধাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৬৩ Time View
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মিয়ানমারের মাগওয়ে অঞ্চলে সামরিক জান্তাবিরোধী দুই বিদ্রোহী যোদ্ধাকে প্রকাশ্যে পুড়িয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি প্রায় তিন মাস আগে ঘটলেও জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে চলমান সংঘাতের মধ্যে বিষয়টি প্রকাশ্যে এসেছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এ নৃশংস অপরাধের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে চলমান উত্তেজনা আরও বেড়ে যেতে পারে বলে ধারণা করছেন অনেকে।

এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য ইরাবতী। সেখানে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বয়স ২০ এর কোঠায় দুই তরুণ যোদ্ধাকে প্রথমে একটি গাছে ঝুলিয়ে দেওয়া হয়। এরপর তাদের শরীরে আগুন ধরিয়ে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়।

আগুনে পোড়ানোর আগে দুই যুবককে স্বীকার করতে বাধ্য করা হয় যে, তারা স্থানীয় পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) সদস্য। সেনাবাহিনী তাদের মুখ দিয়ে স্বীকার করতে বাধ্য করে যে, তারা ‘কুকুর’। উল্লেখ্য, মিয়ানমারের অনেক বেসামরিক নাগরিক সামরিক জান্তার সেনাদেরকে ‘মিলিটারি ডগস’ বলে ডাকেন।

যারা ওই দুই বিদ্রোহীকে পিডিএফের সদস্য বলে স্বীকারোক্তি দিতে বাধ্য করেন, তাদের মধ্যে কয়েকজনের পরনে সেনাবাহিনীর ইউনিফর্ম ছিল। অন্যরা ছিল সাদা পোশাকে। তাদেরকে ঘটনার সময় ওই দুই যুবককে ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

জীবন্ত পুড়িয়ে মারার আগে ওই দুই তরুণকে তাদের নির্যাতন করা হয়েছে বলে ভিডিওতে প্রমাণ পাওয়া গেছে। তাদের গুরুতর জখম ও রক্তাক্ত অবস্থায় দেখা যায়। ওই তরুণদের হাতে পায়ে লোহার শিকল বেঁধে একটি গাছের দিকে টেনে নিয়ে যাওয়া হয়।

পরে নিজেদের কুকুর বলে সম্বোধন করতে বাধ্য করার পর ওই দুই তরুণকে গাছে ঝুলিয়ে দেওয়া হয়। এরপর গায়ে জ্বালানি তেল ঢেলে আগুন ধরিয়ে জনসম্মুখেই তাদের জীবন্ত পুড়িয়ে মারা হয়। সে সময় আনন্দিত কণ্ঠে এই অপরাধকে ‘বিজয়’ হিসেবে দাবি করেন এক সেনাসদস্য।

ইরাবতী জানিয়েছে, নিহত দুই তরুণ বিদ্রোহী গোষ্ঠী ইয়াও ডিফেন্স ফোর্সের (ওয়াইডিএফ) সদস্য ছিলেন। ওয়াইডিএফের দাবি, তাদের ওই সদস্যের নাম ফো তে ও থার হাতুং।

২০২৩ সালের ৭ নভেম্বর মিয়াউক খিন ইয়ান গ্রামে একটি অভিযানের সময় জান্তা সেনা ও পিউ সো হতি সদস্যরা তাদের আটক করে নিয়ে যান। এমনকি, ওই দুই তরুণের ফাঁসির সাক্ষী থাকার জন্য গ্রামের প্রতিটি পরিবার থেকে একজন করে সদস্য পাঠাতে বলেছিল জান্তা বাহিনী।

ওয়াইডিএফ বলেছে, গাঙ্গাও শহরের মায়ুক খিন ইয়ান গ্রামে জান্তা সেনা ও তাদের মিত্র পিউ সো হতি মিলিশিয়া সদস্যরা এই ঘটনার জন্য দায়ী। তারা ওই গ্রামটির নিয়ন্ত্রণে রয়েছে। আর তাদের নির্দেশনা দিচ্ছেন সামরিক বাহিনী সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সাবেক আইনপ্রণেতা বুলেট হ্লা শয়ি।
বেসামরিক নাগরিকদের ওপর নৃশংস নির্যাতন চালানোর জন্য কুখ্যাত এই পিউ সো হতি মিলিশিয়া। তারা গ্রামে গ্রামে গোলা নিক্ষেপ করে। গোষ্ঠীটি ২০২২ সালের মার্চে একই গ্রামের দুজনকে নির্যাতন করে হত্যা করেছিল। তাদের ভয়ে অনেকেই এই গ্রাম ছেড়ে পালিয়ে গেছে।ওয়াইডিএফ বলেছে, সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বেসামরিক নাগরিকদের উপর অমানবিক নির্যাতন চালিয়ে যাচ্ছে। তাদের এই অত্যাচার থেকে বাঁচতে হলে সেনাবাহিনীকে ক্ষমতা থেকে নামাতে হবে। এটিই এখন একমাত্র উপায়।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার (সন্ধ্যা ৬:৩৪)
  • ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL