বন্দর প্রতিনিধি : বন্দরে সিমেন্টবাহী ট্রলারের সুকানিকে গলায় অস্ত্র ঠেকিয়ে মোবাইল সেট, নগদ টাকা ও ৫ লিটার সোয়াবিন তেল ছিনিয়ে নেওয়ার সময় ৩ নৌ- ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কলাগাছিয়া নৌ ফাঁড়ি পুলিশ
। ওই সময় নৌ পুলিশ গ্রেপ্তারকৃত ৩ নৌ ছিনতাইকারি কাছ থেকে ১টি ধারালো দা, ১টি চাকু, ১টি বগ কাছি ও ছিনতাইকৃত নগদ ৪’শ টাকা উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত নৌ- ছিনতাইকারিরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মহনপুর এলাকার মৃত আহসান উল্ল্যাহ মিয়ার ছেলে সগির (৩৫) একই উপজেলার একই ইউনিয়নের চর-ধলেরশ্বরী এলাকার মৃত জজ মিয়ার ছেলে উজ্জল (২৪) সোনারগা থানার চর বলাকী এলাকার মৃত তাজ মোহাম্মদ মিয়ার ছেলে বরাত হোসেন (৪০)। গ্রেপ্তারকৃতদের উক্ত মামলায় বৃহস্পতিবার আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭টায় বন্দর থানার চর-ধলেরশ্বরীস্থ শীতলক্ষা নদীতে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আহত সুকানি মামুন মিয়া বাদী হয়ে গ্রেপ্তারকৃত ৩ নৌ ছিনতাইকারিকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করে। যার মামলা নং- ১৩ (২)২৪ ধারা- ৩৯৫ পেনাল কোড-১৮৬০। ঘটনার তথ্য সূত্রে জানাগেছে, সুদূর পিরোজপুর জেলার নেছারাবাদ থানার গগন বলদিয়া এলাকার হানিফ মিয়ার ছেলে মামুন মিয়া দীর্ঘ দিন ধরে শাকিল – ৪ নামক এক জাহাজে সুকানি হিসেবে কর্মরত রয়েছে। এ সুবাদে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় উল্লেখিত শাকিল-৪ নামক একটি স্ট্রীলবডি জাহাজ ইনসি সিমেন্ট কোম্পানি হইতে ১০০০ বস্তা সিমেন্ট নিয়ে বরিশালের উদ্দেশ্য রওনা হয়ে বন্দর থানাধীন চর-ধলেরশ্বরীস্থ শীতলক্ষ্যা নদীতে আসলে ওই সময় উৎপেতে থাকা নৌ- ছিনতাইকারি একটি পুরাতন কাঠের ট্রলার যোগে উল্লেখিত সিমেন্টবাহী ট্রলারে উঠে সুকানি মামুনকে অস্ত্রে মুখে জিম্মি করে বেদম ভাবে পিটিয়ে ১টি মোবাইল সেট, নগদ ৪’শ টাকা ও ৫ লিটার সোয়াবিন তেল ছিনিয়ে নেয়। ওই সময় সিমেন্টবাহী ট্রলারের লোকজনদের চিৎকারের শব্দ পেয়ে টহলরত নৌপুলিশ দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় নৌ ছিনতাইকারিরা পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে ওই সময় কলাগাছিয়া নৌ ফাঁড়ি টহলরত পুলিশ ধাওয়া করে উল্লেখিত ৩ নৌ ছিনতাইকারিকে ধারালো অস্ত্র ও ছিনতাইকৃত নগদ টাকাসহ এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।