নারায়ণগঞ্জ আপডেট :
সিদ্ধিরগঞ্জ এর মাদক মামলার যাবজ্জীবন সশ্রম সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ সাগর খান @ ইমরান (৩৫)’কে গ্রেফতার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) ঢাকা জেলার যাত্রাবাড়ী থানা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
একই দিন রাত ৯ টায় র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর কোম্পানী কমান্ডার, উপ-পরিচালক, মেজর অনাবিল ইমামৎ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া যে কোন চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন ও অপরাধীদের গ্রেফতারের জন্য র্যাব ছায়া তদন্ত করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ৮ ফেব্রুয়ারি ঢাকা জেলার যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দীর্ঘদিন আত্মগোপনে থাকা মাদক মামলার যাবজ্জীবন সশ্রম সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ সাগর খান @ ইমরান (৩৫), পিতা- মৃত হাকিম খান, সাং- জালকুড়ি পশ্চিম পাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ এপি/সাং- এম এ কুদ্দুস এর ৩য় তলা বাড়ির উত্তর পার্শ্বের ফ্লাটের ভাড়াটিয়া, দক্ষিণ পূর্ব বক্সনগর সারুলিয়া, থানা- ডেমরা, জেলা- ঢাকা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।