রাশিয়ান বিজ্ঞানীরা ক্যানসারের টিকা তৈরির শেষ পর্যায়ে পৌঁছে গেছেন। শিগগির তা রোগীদের জন্য বাজারে চলে আসবে। এমন কথাই জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মস্কো ফোরাম অন ফিউচার অনুষ্ঠানে পুতিন বলেছেন, আমরা ক্যানসারের জন্য টিকা তৈরির খুব কাছে চলে এসেছি। আমি আশা রাখছি খুব শিগগির তা ব্যক্তিগত চিকিৎসার পদ্ধতিতে ব্যবহৃত হবে।
টিকা তৈরির কথা জানালেও কোন ধরনের ক্যানসারের টিকা রাশিয়ান বিজ্ঞানীরা তৈরি করেছেন তা খোলসা করেননি পুতিন। এর কার্যপদ্ধতি বিষয়েও কিছু জানা যায়নি।
গত এক দশক ধরেই ক্যানসারের টিকা তৈরি নিয়ে গবেষণা চলছে বিশ্বের সর্বত্র। তবে কোভিড পরবর্তী সময়ে সেই তৎপরতা আরও বেড়েছে। বিশ্বের প্রথম সারির একাধিক ওষুধ প্রস্তুতকারক সংস্থা টিকা তৈরির কাজ করছে।
গত বছর ব্রিটেন সরকার জার্মান ওষুধ প্রস্তুতকারক সংস্থা বায়োএনটেকের সঙ্গে চুক্তি করেছে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য। মডার্না ও মার্ক অ্যান্ড কো-র মতো ওষুধ প্রস্তুতকারক সংস্থাও ক্যানসারের টিকা তৈরির কাজ করছে।
করোনাভাইরাসের জন্যই নিজস্ব টিকা বানিয়েছিল রাশিয়া। সেই টিকার নাম ছিল স্পুটনিক। ওই টিকা অনেক দেশকে বিক্রিও করেছিল রাশিয়া। ভ্লাদিমির পুতিন স্পুটনিক টিকাই নিয়েছিলেন।
সূত্র: রয়টার্স