নাশকতা মামলায় রিমান্ডের শুনানি হয়নি গোগনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো. জুলহাস সরদারের। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন মোল্লার আদালতে পুলিশ তার ৭ দিনের রিমান্ডের আবেদন করে। কিন্তু এ মামলার মূল রেকর্ড জজ কোর্টে থাকায় এদিন কোন শুনানি হয়নি। মূল নথিপত্র প্রাপ্তি হওয়ার পর পরবর্তি শুনানির দিন ধার্য্য করা হবে। এ বিষয়ে আদালতের উপ পুলিশ পরিদর্শক মো. আতিকুর রহমান খান জানান, নারায়ণগঞ্জ থানার একটি রাজনীতি মামলায় মো: জুলহাস সরদারকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন মোল্লার আদালতে তোলা হয়।
তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়েছিলো। কিন্তু এ মামলার মূল রেকর্ড জজ কোর্টে থাকায় এদিন কোন শুনানি হয়নি। মূল নথিপত্র প্রাপ্তি হওয়ার পর পরবর্তি শুনানির দিন ধার্য্য করা হবে। মামলা নং ৩৫/১১। এর আগে শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় এ মামলায় মো: জুলহাস সরদারকে গোগনগর এলাকা থেকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। শনিবার তাকে আদালতে পাঠানো হয়।
এমতাবস্থায়, আগামীকাল ১২ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ, ২৭ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ মঙ্গলবার পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ১৩ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ, ২৮ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ বুধবার থেকে ১৪৪৪ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। প্রেক্ষিতে আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি, ২৪ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ, ৯ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ রবিবার সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে ।