1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
নারায়ণগঞ্জের হকারদের আল্টিমেটাম, না মানলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি - নারায়ণগঞ্জ আপডেট
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
সংস্কার প্রস্তাব নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দফায় বৈঠক বিএনপি’র বন্দরে বিভিন্ন ওয়ারেন্ট গ্রেপ্তার-৩ বন্দরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ মাদক কারবারি মনির গ্রেপ্তার র‍্যাব-১১ কর্তৃক বন্দরে সোহান হত্যা মামলার প্রধান আসামি কাজলকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রী হত্যার দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড শেখ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ‘লক’ সোনারগাঁয়ে ‘শেখ হাসিনা আসবে স্লোগানে ঝটিকা মিছিল জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা অবশ্যই পূরণ করতে হবে এটা আমাদের অঙ্গীকার : নাহিদ নারায়ণগঞ্জে সংস্কারের পর নির্বাচনের দাবিতে মার্চ ফর ড. ইউনূস কর্মসূচি পালিত গাজায় ইসরাইলী গনহত্যায় ফিলিস্তিনি শহীদদের স্বরনে বন্দরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের হকারদের আল্টিমেটাম, না মানলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩২২ Time View

নারায়ণগঞ্জের হকার নেতারা আগামী সোমবার পর্যন্ত আল্টিমেটাম হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী সোমবার পর্যন্ত আমরা অপেক্ষা করবো। এর আগে যদি আলোচনা করে আমাদের দাবি দাওয়া মেনে নেয়া হয় তাহলে আলহামদুলিল্লাহ।

আর যদি সোমবারের মধ্যে তা মেনে না নেয়, তাহলে মঙ্গলবার থেকে আমাদের লাগাতার কর্মসূচি শুরু। আমাদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দরাও থাকবে। সকল হকাররা তাদের পরিবার পরিজন নিয়ে রাস্তায় নামবো। আমাদের আন্দোলন সংগ্রাম চলছে চলবেই । দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।

তারা বলেন, সারাদেশে ফুটপাতে হকার আছে, তাহলে নারায়ণগঞ্জে ফুটপাতে কি সমস্যা! । নারায়ণগঞ্জে সবকিছু ঠিক চলছে। খালি সমস্যা হকারদের। আমরা কি মানুষ না। আমাদের জন্য কি আপনাদের মায়া হয় না। সামনে রমজান মাস।

আমাদের পরিবার পরিজন নিয়ে একটু বাঁচতে চাই। দয়া করে রমজানকে সামনে রেখে বিকাল পাঁচটা থেকে আমাদেরকে নিয়মতান্ত্রিক ভাবে ফুটপাতে দোকানদারি করতে দিন।

বৃহস্পতিবার ( ২২ ফেব্রুয়ারি ) সকাল দশটায় চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে হকার উচ্ছেদের প্রতিবাদে ও পুনর্বাসনের দাবিতে নারায়ণগঞ্জ জেলা হকার্স সংগ্ৰাম পরিষদের অবস্থান কর্মসূচি পালনকালে হকার নেতারা এ হুঁশিয়ারি দিয়ে বক্তব্যে রাখেন।

হকার নেতারা বলেন, মাননীয় সংসদ সদস্য একেএম সেলিম ওসমান ও এমপি শামীম ওসমান এবং সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর প্রতি আমাদের আকুল আবেদন। দয়া করে আমাদেরকে পরিবার ও পরিজন নিয়ে খেয়ে পরে বেঁচে থাকতে দেন।

আপনারা নারায়ণগঞ্জের মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ করুন। তাদেরকে বন্ধ করতে পারেন না, পারেন শুধু হকার উচ্ছেদ করতে।

হকাররা নেতারা বলেন, এই সরকার গরীব বান্ধব সরকার। কাউকে উচ্ছেদ করতে হলে আগে পুনর্বাসন করতে হয়। পুনর্বাসন ছাড়া কোনো হকার উচ্ছেদ করা চলবে না।

কিন্তু আমাদের নারায়ণগঞ্জের জনপ্রতিনিধিরা কোনো রকম পুনর্বাসন ছাড়াই আমাদেরকে হঠাৎ করে উচ্ছেদ করে দিয়েছে। এটা কোনো মানবতা হতে পারে না।

তাঁরা বলেন, দেশের বিভিন্ন স্থানে হকার উচ্ছেদ হলেও কোনো দোকান মালিক সমিতি রাস্তায় নামে। কিন্তু আমাদের উচ্ছেদ পর নারায়ণগঞ্জ দোকান মালিক সমিতি আমাদের বিরুদ্ধে রাজপথে নেমেছে। আমরা জানি আপনারা কাদের ইশারায় রাজপথে নেমেছে।

কারন আপনারা মার্কেটে ১৫০টাকার জিনিসপত্র ৩০০টাকা বিক্রি করেন। আপনারা মানুষের পকেট কাটার জন্য আমাদের বিরুদ্ধে রাজপথে নেমেছেন।

নারায়ণগঞ্জের ৯০% মানুষ মার্কেট থেকে জিনিসপত্র কিনে না । তারা সবাই ফুটপাত থেকে জিনিসপত্র কিনে থাকেন। কারন তারা হকারদের ভালোবাসেন।

তাঁরা আরও বলেন, হকারদের কারনে নারায়ণগঞ্জ শহরে যানজট হয় না। যানজট হয় অটোরিকশা ও অবৈধ স্ট্যান্ডের কারনে। সেই গুলো উচ্ছেদ হলেও এখনও শহরে অবাধে চলছে অটোরিকশা। অবৈধ স্ট্যান্ডের এখনও বহাল রয়েছে।

নারায়ণগঞ্জ জেলা হকার্স সংগ্ৰাম পরিষদের আহ্বায়ক হকারনেতা আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্যে রাখেন, শ্রমিকনেতা হাফিজুল ইসলাম, আবদুল হাই শরীফ, ইকবাল হোসেন, এম এ শাহিন, মহানগর হকার্স লীগের সভাপতি আঃ রহিম মুন্সী, সাধারণ সম্পাদক মো. পলাশ, হকার নেতা মো. রানা, মো. শাহিন, নিলুফা বেগম প্রমুখ।

অবস্থান কর্মসূচি শেষে চাষাড়া শহীদ মিনার হকাররা শহরে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি শহরের চাষাড়া থেকে শুরু করে দুই রেলগেইট হয়ে আবারও শহীদ মিনারে এসে শেষ হয়।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার (বিকাল ৪:৫৭)
  • ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL