বন্দর প্রতিনিধ : জমে উঠেছে বন্দর উপজেলা পরিষদের নির্বাচন ইতিমধ্যে বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রশিদ এবং বন্দর উপজেলার তিনটি ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যানরা নির্বাচন করতে মাঠে নেমেছেন। তারা হলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার প্রধান, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেন,মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম।এছাড়া বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিমুদ্দিন প্রধান, বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল নির্বাচনের মাঠে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন।অপরদিকে সবশেষে নির্বাচনী মাঠে এসেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলোচিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ঠিকাদার একেএম আবু সুফিয়ান।বন্দর উপজেলা পরিষদের নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তারা সকলেই নারায়ণগঞ্জের একটি প্রভাবশালী ওসমান পরিবারের লোক হিসেবে পরিচিত একমাত্র ব্যতিক্রম আবু সুফিয়ান।আবু সুফিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ধনাঢ্য ব্যবসায়ী এবং বড় মাপের ঠিকাদার। রাজনৈতিক দিক থেকে সুফিয়ান আওয়ামীলীগ করলেও সে ওসমান পরিবারের বিরোধী লবীর লোক হিসেবে অর্থাৎ দক্ষিণ মেরুর প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। অন্যদিকে এম এ রশিদ ওসমান পরিবারের অনুগ্রহে বিগত দিনে বিনা ভোটে উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন। অন্যান্য প্রার্থী যারা যেমন কাজিম উদ্দিন, দেলোয়ার প্রধান, মাকসুদ হোসেন, আব্দুস সালাম এরা সবাই ওসমান পরিবারের আগ্ঞবহ কর্মী হিসেবে পরিচিত।এই ৬ জন প্রার্থী নির্বাচনের তরী পার হতে ওসমান পরিবারের সমর্থন ও সহায়তা চায়। কিন্তু সেলিম ওসমান ও শামীম ওসমানএখনো তাদের কোন অনুগতকে সমর্থন দেয় নাই।অন্যদিকে দেখা যায় উপজেলার চায়ের দোকানগুলোতে নির্বাচনী আলোচনা নিয়ে মেতে উঠেছে স্থানীয় জনগণ ছয় জনের মধ্যে, কাকে দেন তা দেখার জন্য অপেক্ষা করতে হবে।