1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
ফেসবুকে লগ-ইন করতে পারছেন না ব্যবহারকারীরা - নারায়ণগঞ্জ আপডেট
সোমবার, ০৫ মে ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন

ফেসবুকে লগ-ইন করতে পারছেন না ব্যবহারকারীরা

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৩৮২ Time View

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভ্রাট দেখা দিয়েছে। হঠাৎ করেই ব্যবহারকারীদের আইডি স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে পড়েছে। পুনরায় পাসওয়ার্ড দিয়ে লগইন করতে গেলেও তা সম্ভব হচ্ছে না।

মঙ্গলবার (৫ মার্চ) রাত সোয়া ৯টা থেকে এ সমস্যা শুরু হয়। হঠাৎ এমন লগআউট এবং পুনরায় লগইন করতে না পেরে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন ব্যবহারকারীরা।নিজের আইডি হ্যাকারের কবলে পড়লো কি না, তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় পড়েছেন। ব্যবহারকারীরা একে-অপরের কাছে খোঁজ নিচ্ছেন। এ নিয়ে এখনো ফেসবুক কর্তৃপক্ষ কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এদিকে, ফেসবুকের পাশাপাশি মেটার আওতাধীন ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারও ব্যবহার করা যাচ্ছে না। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডাউন ডিটেক্টরও ফেসবুক ব্যবহারে সমস্যার কথা নিশ্চিত করেছে। তাছা এক্সের ট্রেন্ডিং ফিডেও ফেসবুক সার্ভার ডাউনের বিষয়টি উঠে এসেছে।নাজমুল হুসাইন নামে ঢাকার একজন ব্যবহারকারী জাগো নিউজকে বলেন, সোয়া ৯টার পর হঠাৎ ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায়। দ্রুত পাসওয়ার্ড দিয়ে লগইনের চেষ্টা করেও পারিনি। পরে বাসার অন্যদের সঙ্গে কথা বলে জানতে পারি তাদেরও একই সমস্যা।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, বিশ্বব্যাপী মেটার সার্ভার ডাউন হয়ে পড়েছে। এতে ফেসবুক, ম্যাসেঞ্জার এবং ইন্সটাগ্রাম ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।ফেসবুকের একটি সূত্রের বরাতে ডেইলি মেইল জানিয়েছে, মেটার অভ্যন্তরীণ সিস্টেম আগেই ডাউন হয়ে পড়ে। বিশ্বব্যাপী তার প্রভাব পড়েছে মঙ্গলবার।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • সোমবার (বিকাল ৩:৫৬)
  • ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি
  • ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL