সাম্প্রতিক সময় লিগ ওয়ানে পুরো ম্যাচ খেলতে পারেন না কিলিয়ান এমবাপে। এমনকি কখনো শুরু করতে হয় বেঞ্চ থেকে। মাঝেমধ্যে পুরো সময় কাটাতে হয় বেঞ্চেই। তাতে স্বাভাবিকভাবেই মনে হতে পারে তার সঙ্গে কোনো ঝামেলা রয়েছে কোচ লুইস এনরিকের। কিন্তু এমন ভাবনা উড়িয়ে দিয়েছেন এমবাপে। পিএসজিতে তার সমস্যা থাকলেও সেটা কোচের সঙ্গে নয় বলে জানিয়েছেন তিনি।রিয়াল সোসিয়েদাদের মাঠ রিয়ালে অ্যারেনায় মঙ্গলবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে দিনের অপর ম্যাচে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের টিকিট পিএসজি। দুটি গোলই আসে এমবাপের কাছ থেকে। এর আগে প্রথম লেগে ২-০ গোলের ব্যবধানে জিতেছিল প্যারিসের ক্লাবটি। সেখানেও একটি গোল ছিল তার।অথচ এই এমবাপেই এখন পুরো ম্যাচ–টাইম পাচ্ছেন না পিএসজিতে। আগের দিন অবশ্য দারুণ পারফরম্যান্সে আদায় করে নেন। ম্যাচ শেষে ব্রডকাস্টার ক্যানেল প্লাসের সাক্ষাৎকারে কোচের সঙ্গে তার কোনো বিরোধ রয়েছে কি-না জানতে চাইলে এই ফরাসি তারকা বলেন, ‘তার সঙ্গে আমার কোনো সমস্যা নেই, যদিও মানুষ মনে করতে পারে আমাদের মধ্যে সমস্যা আছে। আমার সমস্যা আছে, তবে সেটা কোচের সঙ্গে নয়।’
আর দলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পারায় দারুণ উচ্ছ্বসিত বিশ্বকাপ জয়ী এই ফরাসি, ‘কোয়ার্টার ফাইনালে যেতে পেরে আমরা খুব, খুবই খুশি। আমার কাছে বিশেষ কোনো বার্তা নেই। আমি সবসময় চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চাই। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। আমি সবসময় পারফর্ম করার চেষ্টা করি। কখনোও এমন হয়, আবার কখনোও হয় না। তবে আমি নিজেকে কখনো আড়াল করে রাখি না।’
এমন জয়ের পর দারুণ খুশি কোচ এনরিকেও, ‘আমরা সন্তুষ্ট ও খুশি। আমরা সত্যিই ভালো খেলেছি। এমবাপেকে পরিচালনা করার দরকার নেই। সেই নিজেকে পরিচালনা করে। সাধারণত তার স্বাধীনতা আছে, কিন্তু আজ সে লেফট উইংয়ে ছিল কারণ আমরা থাকে ফাইনাল থার্ডে ভালো অবস্থানে চেয়েছিলাম, কারণ আপনি যখন তাকে লক্ষ্যে রেখে যান তখন সে মারাত্মক।’