ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা ১১টায় জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাই।
এসময় তিনি বলেন,
সভায় আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, আরজু ভূইয়া, দপ্তর সম্পাদক এম.এ রাসেল, মহানগরের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, জামির হোসেন রনি, হাবিবুর রহমান হাবিব সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তব্য শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মুক্তিযুদ্ধে যারা নিহত হয়েছে এবং ভাষা সৈনিক নাগিনা জোহা সহ সকলের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় ও উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।