গত ৩০ সেপ্টেম্বর রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ তিলোত্তমা এর উদ্যোগ সারা দিন বেপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন, দুপুরের খাবার, ওষুধ ও পেমপাস দেওয়া হয়।
তল্লা ছোট মসজিদ আঞ্জুমান এতিম মহিলা মাদ্রাসায়। ব্লাড ক্যাম্পেইন করেন কাশিপুরের স্বেচ্ছাসেবী সংগঠন (মানুষ গ্রুপ) কারিগরী সহযোগীতায় ও ডায়বেটিস চেক করা ফ্রি চোখ পরীক্ষা করা ফ্রি গাইনি ডাক্তার এর চেক করা ও ফ্রি মেডিক্যাল হেল্প করেন ডাক্তারা।
অনেক কিছুই শিখতে পেরেছেন এবং অনেক আনন্দ পেয়েছেন বলেন (মানুষ গ্রুপ) এর প্রতিষ্ঠাতা মোঃ সোহান আলী খাঁন। আরও ধন্যবাদ জানায় (মানুষ গ্রুপ) থেকে এই প্রজেক্ট এ তাদের সাথে নিয়ে কাজ করার জন্য।
বিশেষ ধন্যবাদ জানান (মানুষ গ্রুপ) থেকে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ তিলোওমার (সভাপতি) রহিমা শরীফ মায়া , (ক্লাব এড ভাইজার) শহীদুল ইসলাম বাপ্পি ও (প্রজেক্ট চেয়ার) মুন্নি রহমান কে।