(১) উমাপতি: উমা দেবী পার্বতীর নাম, তাই শিবকে উমাপতি বলা হয় ।(২) মৃত্যুঞ্জয়: যিনি মৃত্যুকে জয় করেছেন তিনি হলেন মৃত্যুঞ্জয় । (৩) ভৈরব: যিনি ভয় সৃষ্টি করেন, ভয়ের ধ্বংসকারী, ভয়ের বিষয় ভৈরব ।(৪) গঙ্গাধর: শিবকে গঙ্গাধর বলা হয় কারণ ভগবান শিব গঙ্গাকে জটায় ধারণ করেন। (৫)কপালিন: ভগবান শিব মুন্ডমা পরেন, তাই শিবকে কপালিন বলা হয়। (৬) মহেশ্বর: মহাবিশ্বের প্রভু। (৭) চন্দ্রশেখর: শিবের নাম চন্দ্রশেখর জনপ্রিয় কারণ ভগবান শিব একটি অর্ধচন্দ্র পরিধান করেন। (৮) শূলপাণি: শিবের এই নামটি শিবের হাতে ত্রিশূলের কারণে বিখ্যাত । (৯) পশুপতি: পশুপতি সমস্ত প্রাণীর দেবতা হিসাবে শিবের বিখ্যাত নাম।