নারায়ণগঞ্জ আপডেট ঃ
পবিত্র মাহে রমজান মাসে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন
সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাছুম চৌধুরী।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
পবিত্র রমজান মাস শুরু হয়েছে আজ ১২ মার্চ মঙ্গলবার থেকে। এই দিন থেকেই রোজার শুরু। একমাস ব্যাপী এই পুণ্য রোজা পালনের পর খুশির ঈদ পালন করা হয়। রমজানের এই এক মাস কঠোর নিয়মের মধ্যে থাকতে হয় ধর্মপ্রাণ মুসলমানকে। ভোরে সূর্য ওঠার আগে সেহরির মাধ্যমে শুরু হয় দিন। সূর্য ডোবার পর ইফতার পালন করা হয়। রমজানের এই শুভ মহরতে প্রিয় মানুষকে জানান রমজান মাসের শুভেচ্ছা।
শুভেচ্ছা বার্তায় তিনি আরো জানান, রমজান মাস হচ্ছে সারাবিশ্বের মুসলিম উম্মাহর কাছে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র মাস।এই মাসে বান্দারা সিয়াম পালনের মধ্য দিয়ে মহান আল্লাহ তায়ালার আরো নৈকট্য লাভের সুযোগ পান।
রহমত, বরকত ও মাগফিরাতের মহান বার্তা নিয়ে মাহে রামাদ্বান আমাদের দ্বারে উপস্থিত হলো। রমজানের প্রতিটি ক্ষণ রহমত বরকতে পরিপূর্ণ। এ মাসেই রয়েছে হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ মহিমান্বিত রাত লাইলাতুল ক্বাদর। রমজানের মহান শিক্ষা সমাজের সকল স্তরে ও সবার মাঝে প্রতিফলিত হোক এটাই আমরা কামনা করি।
তিনি এক বার্তায় সবাইকে পবিত্র মাহে রমজানের এ শুভেচ্ছা জানান।