নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফার্নিচার পল্লীতে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
বুধবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের গোলাকান্দাইল চৌরাস্তার পাশে ফার্নিচার পল্লীতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ঘণ্টখানেক সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।আড়াইহাজার ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রবিউল হাসান গণমাধ্যমকে বলেন, আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টাখানেক সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিদ্যুতের শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।