নারায়ণগঞ্জ আপডেট ঃ
আগামী ১১ মে অনুষ্ঠেয় সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি ভাইস চেয়ারম্যান প্রার্থীরা গণসংযোগ ও উঠান বৈঠক সহ নানাবিধ প্রচারণা ও কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
ভাইস চেয়ারম্যান পদে সবচেয়ে বেশী আলোচনায় রয়েছে যার নাম তিনি হলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মাছুম চৌধুরী।
পারিবারিক ও সামাজিকভাবে তিনি যেমন পরিচ্ছন্ন রাজনীতবিদ, তেমনিই নির্বাচনের মাঠেও রয়েছে তার শক্ত অবস্থান, রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। তিনি একজন পরোপকারী,নম্র- ভদ্র, বিনয়ী ও সাংগঠনিক দক্ষতা সম্পন্ন নেতা। তিনি একাধারে হতদরিদ্র মানুষের বন্ধু, একজন কর্মীবান্ধব নেতা। তিনি যখনই মানুষের বিপদ দেখেন বা শোনেন তখনই মানুষের পাশে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তার ব্যক্তিত্ব, উদারতা, মানবপ্রেম সবকিছুই সোনারগাঁওয়ের সাধারন মানুষকে প্রচন্ডভাবে আকৃষ্ট করেছে। যার কারনে সোনারগাঁওয়ের আপামর জনসাধারণের কাছে শুধু একটা নামই বার বার শোনা যাচ্ছে আর তিনি হলেন সকলের জনপ্রিয় মুখ মাছুম চৌধুরী। তার সমর্থকরা ও ভোটাররা সকলেই তাকে ভাইস চেয়ারম্যান পদে যোগ্য হিসেবে মনে করছেন।
সরেজমিনে সোনারগাঁওয়ের সাধারন মানুষের কাছ থেকে জানা গেছে, মাছুম চৌধুরী সমগ্র সোনারগাঁয়ে ঘুরে বেড়াচ্ছেন, যাচ্ছেন পাড়া থেকে মহল্লায়, হাট থেকে বাজার, এক গ্রাম থেকে অন্য গ্রামে। এছাড়াও জনাকীর্ণ এলাকায় গিয়েও তিনি সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেছেন, আর পুরোদমে চালিয়ে যাচ্ছেন প্রচারণা।
তিনি নারায়নগঞ্জ ৩ আসনের এমপি, ডাইনামিক লীডার আব্দুল্লাহ আল কায়সার হাসনাত এর একজন একনিষ্ঠ আস্থাভাজন কর্মী। আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের অনেক নেতা-নেতৃবৃন্দরাও তার বিষয়ে অনেক ভালো মন্তব্য করেছেন, পাশাপাশি তারাও মাছুম চৌধুরীর জন্য কাজ শুরু করছেন।
সকল দিক বিবেচনা করে এটা নিশ্চিত ভাবেই বলা যায় আসন্ন নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাছুম চৌধুরীর নির্বাচিত হবার যথেষ্ট পরিমান সম্ভাবনা সারারন জনগন এবং তার সমপরিমাণ কাউকেই মাঠে দেখছেন না তারা।