ভারতের ১৮ তম লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। এর সঙ্গে সঙ্গেই গোটা দেশে জারি হয়েছে আর্দশ নির্বাচনী আচরণবিধি। এটি কার্যকর হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ নিলো ভারতের নির্বাচন কমিশন। নির্বাচনের আগেই সরিয়ে দেওয়া হলো পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিচালক (ডিজি) রাজীব কুমারকে।লোকসভা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে রাজীব কুমার যুক্ত হতে পারবেন না বলে নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের জারি করা নির্দেশিকায় উল্লেখ রয়েছে, রাজীব কুমারকে ‘নন ইলেকশন রিলেটেড পোস্ট’ অর্থাৎ ভোটের সঙ্গে যুক্ত নয়, এমন কোনো পদে পাঠাতে হবে।ডিজির পাশাপাশি সরিয়ে দেওয়া হয়েছে রাজ্য পুলিশের মহাপরিদর্শককেও (আইজি)। তাকেও নির্বাচনের সঙ্গে যুক্ত এমন কোনো কাজে রাখা যাবে না।গত বছরের ডিসেম্বর মাসে আইপিএস রাজিব কুমারকে রাজ্য পুলিশের ডিজি পদে নিয়োগ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেসময় রাজ্যের বিরোধী দলগুলো আওয়াজ তুলেছিল, রাজীব কুমার মমতার ঘনিষ্ঠ, তাকে প্রশাসনের সর্বোচ্চ পদে বসালে সাধারণ মানুষের ক্ষতি হবে, জনগণ সঠিক বিচার পাবে না।চর্চিত ও বিতর্কিত আইপিএস কর্মকর্তাকে রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে বসানোয় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল সেসময়। অতঃপর, নিয়োগের মাত্র তিন মাসের মধ্যে রাজীব কুমারকে ডিজি পদ থেকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন।
সোমবার (১৮ মার্চ) পশ্চিমবঙ্গ সরকারকে তিনটি নাম পাঠানোর কথা জানিয়েছে কমিশন। আপাতত ডিজিপির দায়িত্ব সামলাবেন রাজীব কুমারের ঠিক নিচের পদে থাকা কর্মকর্তা।