আফগানিস্তানে নারী ও মেয়ে শিশুদের মানবাধিকারের উল্লেখযোগ্য অবনতি হয়েছে-এমন অভিযোগ তুলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ স্থগিত করেছে অস্ট্রেলিয়া। এর আগে একই অভিযোগে ২০২১ সালে আফগানদের বিপক্ষে টেস্ট এবং ২০২৩ সালের মার্চে ওয়ানডে সিরিজও বাতিল করেছিল অসিরা।ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে টি-টোয়েন্টি সিরিজটি না খেলার কথা জানিয়েছে। তারা জানায়, গত এক বছর ধরে বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে আলোচনা করছে তারা।
অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আফগানিস্তানের নারীদের অধিকারের পরিস্থিতি এখনও উন্নত হয়নি। ফলে সিরিজ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সিএ।
বিবৃতিতে তারা আরও জানায়, বিশ্বজুড়ে নারী ক্রিকেটকে অনেক বেশি সমর্থন করে সিএ। আফগানিস্তান ক্রিকেট বোর্ডও সেই পথে হাঁটবে এমনটা বিশ্বাস তাদের। আফগানিস্তান ক্রিকেট বোর্ড নারী ক্রিকেটে পূর্ণ সমর্থন দিলে পুনরায় দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হবে এমনটা জানায় সিএ।দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করলেও অস্ট্রেলিয়া গত দুই বছরের দুটি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে খেলেছে। তারা বলছে, আইসিসি ইভেন্টে আফগানদের বিপক্ষে খেলা বয়কট করবে না। এছাড়া অস্ট্রেলিয়ার ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট বিগব্যাশে আফগান ক্রিকেটারদের নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছে সিএ।