1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
মেসির অনুপস্থিতিতে কেমন হতে পারে আর্জেন্টিনার আক্রমণভাগ? - নারায়ণগঞ্জ আপডেট
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
দেশের বিভাগীয় শহর গুলোতে হাইকোর্টের বেঞ্চ স্থাপনে ঐকমত্য হয়েছে: আলী রীয়াজ “এখন সময় দেশ মাতৃকার সেবা করার” ডা. মজিবুর রহমান বীরের এই রক্তস্রোত ও মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায় : খালেদা জিয়া ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের শহীদ এবং হতাহতদের প্রতি শ্রদ্ধা জানালেন : তারেক রহমান এমবাপের প্রত্যাবর্তনে উজ্জীবিত রিয়াল বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হয়নি : সিইসি রিমান্ড শেষে কাশিমপুর কারাগারে সাবেক মেয়র আইভী নারায়ণগঞ্জের সেনাবাহিনীর উদ্যোগে পাঁচ শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক কমিটি ঘোষণা বন্দরে জোড়া খুনের ঘটনায় সাবেক কাউন্সিলরসহ গ্রেপ্তার ৪

মেসির অনুপস্থিতিতে কেমন হতে পারে আর্জেন্টিনার আক্রমণভাগ?

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৪৩৯ Time View

জুনে যুক্তরাষ্ট্রে বসছে কোপা আমেরিকার আসর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে চ্যালেঞ্জ শিরোপা ধরে রাখার। কোপা আমেরিকার প্রস্তুতির জন্য খুব বেশি সময় হাতে পাচ্ছে না আলবিসেলেস্তেরা। এর মধ্যেই সেরা কম্বিনেশন খুঁজে নেয়ার চ্যালেঞ্জ কোচ লিওনেল স্ক্যালনির। সেই লক্ষ্যেই যুক্তরাষ্ট্রে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলছে আর্জেন্টিনা।জুনে কোপা আমেরিকা সামনে রেখে নিজেদের প্রস্তুত করে তুলছে আলবিসেলেস্তেরা। চলতি মাসের আন্তর্জাতিক বিরতিতে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই দুই ম্যাচ সামনে রেখে এরই মধ্যে দেশটিতে ক্যাম্প করেছে আলবিসেলেস্তেরা। আগামী শনিবার (২৩মার্চ) এল সালভেদরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর ২৭ মার্চ দ্বিতীয় প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ কোস্টারিকা।ম্যাচ দুটি সামনে রেখে আর্জেন্টিনার বড় দুশ্চিন্তার নাম ইনজুরি। হ্যামস্ট্রিংয়ের চোটে এই দুই ম্যাচে খেলতে পারছেন না দলের সবচেয়ে বড় তারকা ও অধিনায়ক লিওনেল মেসি। এছাড়াও ইনজুরিতে ছিটকে গেছেন পাওলো দিবালা, এজেকুয়েল প্যালাসিওস ও মার্কোস সেনসি। তবে মেসির ইনজুরিই বেশি ভাবাচ্ছে কোচ স্ক্যালনিকে। মেসি না খেলায় গোটা আক্রমণভাগকেই নতুন করে সাজাতে হচ্ছে স্ক্যালনিকে।আর্জেন্টিনার আক্রমণভাগকে সাধারণত মেসিই নেতৃত্ব দিয়ে থাকেন। তার অবর্তমানে আক্রমণভাগের নেতা কে হবেন-সেটিই বড় প্রশ্ন কোচের সামনে।আক্রমণভাগকে নতুন করে সাজাতে স্ক্যালনির হাতে আছেন মোট চারজন খেলোয়াড়। তিনটি পজিশনের জন্য এই চারজন খেলোয়াড় থেকেই সম্ভাব্য কৌশল সাজাতে হবে তাকে। চোটপ্রবণ অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ ও নিকোলাস গঞ্জালেসের মধ্য থেকে যে কোনো তিনজনকেই দেখা যাবে আর্জেন্টিনার আক্রমনভাগ সামলাতে।তবে মেসিকে ছাড়া দল সাজানোর অভিজ্ঞতা এরই মধ্যে হয়েছে স্ক্যালনির। গত ১২ অক্টোবর প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে একাদশে ছিলেন না মেসি। সেদিন বেঞ্চ থেকে খেলতে নেমেছিলেন তিনি। তার আগে লাপাজে বলিভিয়ার বিপক্ষে ম্যাচে এক মিনিটের জন্যও মাঠে নামেননি এই মহাতারকা। উল্লেখ্য, এই দুই ম্যাচেই জয় পেয়েছে আর্জেন্টিনা।প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে স্ক্যালনি আক্রমণভাগে রেখেছিলেন দুই নম্বর নাইন লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজকে। সেই সঙ্গে ছিলেন ফিওরেন্টিনার উইঙ্গার নিকো গঞ্জালেসকে। সেদিন বাঁ প্রান্তে আলভারেজ এবং ডান প্রান্তে ছিলেন নিকো। কেন্দ্রে ছিলেন মার্টিনেজ।তবে বলিভিয়ার বিপক্ষে ম্যাচটিতে স্ক্যালনি আক্রমনভাগ সাজান অ্যাঞ্জেল ডি মারিয়া ও নিকো গঞ্জালেসকে উইংয়ে রেখে। সেন্টার ফরওয়ার্ডের ভূমিকায় ছিলেন ‘স্পাইডার’ হুলিয়ান আলভারেজ।মেসি ও দিবালা ছিটকে যাওয়ায় এল সালভেদরের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে প্যারাগুয়ের ম্যাচের কৌশল নিয়েই এগুতে পারেন আর্জেন্টিনার কোচ স্ক্যালনি। সে ক্ষেত্রে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ এক সঙ্গে শুরু করতে পারেন। এই ডুয়ো এখন পর্যন্ত মোট ছয়টি ম্যাচে একসঙ্গে মাঠে খেলেছেন- ২০২১ সালে চিলি ও বলিভিয়ার বিপক্ষে, ২০২২ সালে জ্যামাইকা ও সৌদি আরবের বিপক্ষে এবং ২০২৩ সালে প্যারাগুয়ে ও উরুগুয়ের বিপক্ষে। এই ম্যাচগুলোতে তারা সব মিলিয়ে একত্রে ২২৯ মিনিট খেলেছেন। তাতে অবশ্য জুটি হিসেবে হতাশই করেছেন তারা। এই সময়ে তারা মাত্র একটি গোলই উপহার দিতে পেরেছেন। জ্যামাইকার বিপক্ষে লাউতারো আলভারেজকে অ্যাসিস্ট করেছিলেন।

তবে এই জুটি ব্যর্থ হলে বিকল্প থাকছে স্ক্যালনির হাতে। হয়ত বলিভিয়ার বিপক্ষে ম্যাচের কৌশলে ফিরে যাবেন তিনি। সে ক্ষেত্রে অ্যাঞ্জেল ডি মারিয়া ও নিকো গঞ্জালেসের সঙ্গে হুলিয়ান আলভারেজ বা লাউতারো মার্টিনেজের মধ্যে যে কোনো একজনকে একাদশে দেখা যাবে।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (রাত ৯:৫৮)
  • ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ৯ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি
  • ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL