আসন্ন স্নান উৎসব সুষ্ঠু ও সুন্দর করার লক্ষ্যে নগরীতে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মার্চ) বিকাল ৫ টার দিকে শহরে চাষাড়ায় এ আয়োজন করা হয়।
মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান কমিটির সভাপতি বাবু সরোজ কুমার সাহার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মহাতীর্থ স্নান কমিটির সাধারণ সম্পাদক বাবু সুজিত কুমার সাহা, মহানগর পূজা কমিটির সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপস্থিত বক্তারা জানান, লাঙ্গলবন্দ স্নান উৎসব অনুষ্ঠিত হইবে। সুষ্ঠু ও সুন্দর স্নান উৎসব করার লক্ষ্যে সকলের সহযোগীতা চাই। আগামী স্নান উৎসব সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য সকল সেবা ক্যাম্পের সভাপতি, সাধারণ সম্পাদক ও হিন্দু নেতৃবৃন্দের সহযোগীতা কামনা করেন।
আলোচনা সভা শেষে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমানের সুস্থতা কামনায় প্রার্থনা করেন।