পবিত্র রমজান মাসে পানি না পেয়ে বিক্ষোভ করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। একই সময়ে পানির নতুন পাম্প স্থাপনসহ পুরনো পাম্প সচল করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ২১ ও ২২নং ওয়ার্ডের বান্দিারাও। শুক্রবার (২২ মার্চ) জুম্মা নামাজের পর অবিচল রাজবাড়ী, আমরা বাড়ইপাড়া ও বন্দর শাহী মসজিদসহ ২১ ও ২২নং ওয়ার্ডবাসীর অংশগ্রহণে এ মানববন্ধন ও গণবিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ‘পবিত্র রমজান মাসেও ২১ ও ২২নম্বর ওয়ার্ডে পানি পাওয়া যাচ্ছে না। এটা খুবই দুঃখজনক। আমরা বিল দেব অথচ গ্যাস পানি পাবো না তা হতে পারে না। সিটি মেয়রকে উদ্দেশ্য করে তারা বলেন, আপনি প্রায়ই বলে থাকেন আপনার বাজেট নেই। আপনি সিটি কর্পোরেশনের নীতিমালা ফলো করে দেখুন সেখানে কি বলা আছে। বাজেটে কাভার না হলে বাজেট বাড়ানোরও সিস্টেম আছে। আপনি অযথাই দুইটি ওয়ার্ডের পঞ্চাশ হাজার মানুষকে পানির কষ্ট দিচ্ছেন। এটা মোটেও ঠিক না।আপনি আমাদের ভোটেই আজকে মেয়র নির্বাচিত হয়েছেন। কাজেই আমাদের মৌলিক অধিকার নষ্ট করে আপনি এবং আপনার কাউন্সিলররা নাকে তেল দিয়ে বাড়িতে ঘুমিয়ে থাকতে পারেন না। একবার এসে দেখে যান এই দুই ওয়ার্ডের মানুষ কি অবস্থায় আছে। অযু করতে পানি নেই, খাবারের পানি নেই, রান্নার পানি নেই, বাচ্চাদের দুধ খাওয়ানোরও পানি মিলছে না। এই পানির অভাবে আমাদের কোন শিশু সন্তানের যদি কোন কিছু হয়ে যায় তার দায়ভার কিন্তু আপনাদেরকে নিতে হবে। আসিফুজ্জামান দূর্লভের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন অবিচল রাজবাড়ী’র সভাপতি হাজী ইকবাল হোসেন, ওই সংগঠনের মুখপাত্র আতিকুল ইসলাম মানিক, বিএম স্কুল এন্ড কলেজের সাবেক গণিত শিক্ষক মো. আব্দুল গণি, রাজবাড়ী বাইতুল আমান জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি কামরুল ইসলাম, মানবাধিকারকর্মী রায়হান কবির, সাহাবুদ্দিন পাঠান, নাজমুল আহম্মেদ সোহাগ, হুমায়ূন কবির বাবু, সাকিব আঞ্জুম সুস্মিত প্রমুখ। মিছিলটি রাজবাড়ী ওয়াসার পাম্প হাউজ হতে শুরু করে বন্দর বাজারের সামনে গিয়ে শেষ হয়।