নারায়ণগঞ্জ আপডেট :
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কায়সার আশা কিশোরগ্যাং ও মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন,বিগত সময়ে আমার ওয়ার্ডে মাদকের ছড়াছড়ি ছিল। এখন কিছুটা নিয়ন্ত্রিত থাকলেও মাদক ও কিশোর অপরাধ কিন্তু উৎপাটন হয় নাই। মাদকের সাথে রিলেটেড যারা সাবেক কাউন্সিলর,রাজনৈতিক নেতা যারাই থাকেন অন্তত ভবিষ্যত প্রজন্মের কথা চিন্তা করে একটু এদের নিয়ন্ত্রন করার চেষ্টা করেন। প্রশাসনকে সহযোগিতা করুন। আমাদের ওয়ার্ডে চোরাই তেল,বিদ্যুৎ চুরি এসব অপরাধ হচ্ছে। আমি প্রশাসনকে অনুরোধ রাখব এদের বিরোদ্ধে ব্যবস্থা নিবেন। আমাদের ওয়ার্ডে বেশিরভাগ লোক শান্তি প্রিয়। হাতেগুনা কিছু লোকের কারনে এ ওয়ার্ডের এলাকার শান্তি বিনষ্ট হতে পারে না।
রবিবার ২৪মার্চ বিকেলে নবীগঞ্জ ২৩নং ওয়ার্ড কার্যালয় প্রাঙ্গনে বন্দর থানা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠক ও বিট পুলিশিং সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,এই ওয়ার্ডে কদম রসুল দরগা রয়েছে। যার কারনে এই ওয়ার্ডে আমাদের পবিত্রতা রক্ষা করা জরুরী। স্কুল কলেজ চলাকালীন সময়ে প্রতিষ্ঠানের সামনে বহিরাগত ইফটিজারদের আড্ডাস্থল রয়েছে। এদের প্রতিহত করতে প্রশাসনের কাছে অনুরোধ করব টহল পুলিশ যাতে একটু নজরদারী রাখে। আমাদের ২৩নং ওয়ার্ডে একটা পুলিশের অফিস প্রয়োজন। আমি অনুরোধ করব এখানে একটা বিট পুলিশের অফিস থাকবে আমাদের সমস্যাগুলো যাতে থানায় না গিয়েও এখানে তুলে ধরতে পারি। প্রশাসনের আন্তরিকতা থাকলে আমাদের ভবিষ্যত প্রজন্মকে সচেতন করতে আমরা সকলে মিলে এই ওয়ার্ডটি একটি সুশৃঙ্খল ওয়ার্ড গড়তে পারব।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: সোহান সরকার ।
বন্দর থানা অফিসার ইনচার্জ মোস্তফা কামালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কদম রসুল কলেজের প্রভাসক সাইদুর রহমান,আনোয়ার মডেল স্কুলের প্রতিষ্ঠা প্রধান শিক্ষক আনোয়ার হোসেন,বন্দর থানা পরিদর্শক(তদন্ত) আবু বকর ছিদ্দিক,সেকেন্ড অফিসার সাইফুল আলম পাটোয়ারী,বিট অফিসার রোকনুজ্জামান প্রমূখ।