মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সম্রাটের নেতৃত্বে মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে শহরের চাষাড়া চত্বরে মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে নির্মিত বিজয়স্তম্ভে এ শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল প্রধান, মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মল্লিক সিমান্ত, সাংগঠনিক সম্পাদক সম্রাট সুফিয়ান, সাবেক জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ প্রান্ত সহ মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ।