বন্দর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ রশিদ কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের অয়োজিত এক আলোচনা সভায় নিজ দলের কর্মীদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বলেন, আমার নির্বাচনের বয়স ৯ দিন। আর তাদের নির্বাচনের বয়স ২ মাস ১০ দিন। আমার বিরুদ্ধে অভিযোগ আছে। আমি ২৫/২৬ বছর ধরে সভাপতি দায়িত্ব পালন করছি। নেতৃত্ব দিতে গেলে অনেক রকম ভূলত্রুটি থাকতে পারে। আমার দ্বারা কেউ কোন কষ্ট পেলে আমাকে ক্ষমা করে দিবেন। কোন ভুল ত্রুটি থাকলে নির্বাচনের পরও আমার বিচার করতে পারেবন। আপনারা ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে আমার বিজয় সুনিশ্চিত। আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিবেন।
এরপূর্বে সম্প্রতি কলাগাছিয়া ইউনিয়ন আদমপুর ঈদগা মাঠে কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দেলোপ্রধানের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা এমএ রশিদ বলেন,আমার বিরুদ্ধে সমালোচনার আপনারা করেন। এমন দু:সাহস কোথা থেকে হয়। এমন অভিজ্ঞতা সম্পন্ন লোক তো সমালোচনাকারীরা হয় নাই। কেন এ কথা বললাম এটা বুঝতে হবে। আগে বুঝতে হবে এই চেয়ারটা কি। এই চেয়ারটা হল পরিষদের মা-বাপ। উপজেলা পরিষদের মা-বাপ। একজন উপজেলা চেয়ারম্যানের কাজ কি? উপজেলা পরিষদ থেকে সকল চেয়ারম্যানের মাধ্যমে সকল উন্নয়ন বন্টন করে জনগনের কল্যানে ব্যয় করা হয়। অনেকে বলেন চেয়ারম্যান সাহেবকে পাওয়া যায় না। আপনিও যদি চেয়ারম্যান হন আপনাকেও পাওয়া যাবে না। অবৈধ টাকা আমি কামাই নাই। আমি এমন ঘওে জন্ম নিয়েছি আমার মা ও আমার স্ত্রীসহ পরিবারের সবাই ন্যায়নীতি ধরে রেখে ইসলামের অনুশাষন মেনে চলে। তাই আমি সেইভাবেই বেড়ে উঠেছি। আজকে যারা অবৈধ টাকা বিলাচ্ছে উপজেলার চেয়ার পাওয়ার আশায় তাদেও মত আমি টাকা দিতে পারব না। এই অবৈধ টাকায় আমি থুথু দেই।
আসন্ন বন্দর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ রশিদের সমর্থনে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যাগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ মার্চ) বিকেল ৪ টায় বন্দর উপজেলার ফরাজিকান্দাস্থ আওয়ামীলীগের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান।
কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক একেএম ইব্রাহিম কাশেমের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাঈন উদ্দিন আহাম্মেদ,আব্দুল্লাহ বাবু, যুগ্ম সাধারন সম্পাদক সাহাদাত হোসেন,শ্রী ভোলানাথ দাস,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফয়সাল কবির,উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য সালিমা হোসেন শান্তা, ইয়া নূর মিয়া,কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহীন তাহেরী সিনহা প্রমুখ।
এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা কাজী আনিছ, কলাগাছিয়া ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আশিক মাহামুদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকির হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন মদিল,মাহাবুব চৌধুরী, তাজুল ইসলাম, মহিলা আওয়ামীলীগ নেত্রী সোনিয়া, সোহেল প্রমূখ।