উপরের ছেলেটির নাম নোহাদ হোসেন, তার বয়স আনুমানিক (১৪) বছর, তার পিতার নাম নুরে আলম, মাতার নাম লাইলী বেগম।ঠিকানা- গ্রাম কইলান, ইউনিয়ন ও ওয়ার্ড – জোয়াগ, থানা-চান্দিনা, জেলা কুমিল্লা।
ছেলেটি গত ১৫ ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ০৮.২০ মিনিটে বাসা থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়। সারাদিন আর বাসায় ফিরে আসেনি। তাকে তার পরিবার মাদ্রাসা সহ আশপাশের এলাকা এবং আত্মীয়-স্বজনের বাড়িতে যোগাযোগ করেও খুঁজে পায়নি।
যদি কোন হৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন তাহলে উপরের ঠিকানা ও নিচের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন।
যোগাযোগ ঃ
পিতার নাম নুরে আলম
মাতার নাম লাইলী বেগম
মোবাইল নাম্বারঃ
০১৮৭৮৩৭৩৬১৭
০১৮৭৫৭৮৭৪১১