নিজস্ব প্রতিবেদক
সোনারগাঁও থানার একটি নাশকতার মামলায় আদালত থেকে ৬ সপ্তাহের জামিন পেয়েছে শতাধিক বিএনপির নেতাকর্মী। বৃহস্পতিবার ( ১৮ এপ্রিল ) সকালে নারায়ণগঞ্জ দ্বিতীয় দায়রা জজ আদালত তাদের এ জামিন মঞ্জুর করেন। এদিন ওই মামলায় আদালতে চার্জ গঠন করার কথা থাকলেও অনিবার্য কারণ বশত তা গঠন হয়নি। তবে পরবর্তি তারিখে এ মামলার চার্জ গঠন হওয়ার কথা রয়েছে বলে জানাগেছে।
জামিন প্রাপ্তরা হলেন, সোনারগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী মোমেন খান, দপ্তর সম্পাদক মো: ফজলুল হোসেন, হাজী সেলিম, কাচঁপুর ইউনিয়ন বিএনপি নেতা নূরুল হক, কাচঁপুর ইউনিয়ন বিএনপি নেতা করিম মেম্বার ও সোনারাগাঁও থানা যুবদল নেতা মো: কামালসহ আরও অনেক নেতাকর্মী।