নারায়ণগঞ্জ আপডেট : বাংলাদেশ আওয়ামীলীগ বন্দর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজিম উদ্দিনের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৮ই এপ্রিল বিকেলে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের কার্যালয়ে দেলোয়ার চেয়ারম্যানের আয়োজনে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন ২নং মাধবপাশা বড় মসজিদের ঈমাম জাহিদুল ইসলাম মিঠু।
দোয়া ও মাহফিলে প্রয়াত কাজিম উদ্দিনের জন্য বিশেষ দোয়া কামনা করা হয় এবং আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন সেজন্য প্রার্থনা করা হয়েছে।
মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন, নাজিম উদ্দিন প্রধান, বন্দর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ বাবু, আক্তার হোসেন বিএ, ২৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনু, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম কাশেম, কার্যকরি সদস্য ইসতিয়াক আহমেদ জাজরির্স, প্রবীন আওয়ামীলী নেতা ইয়ানুর, ছাত্রলীগ নেতা লিটন, শাহীন তাহেরী সিনহা, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডের মেম্বারসহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতার্কমীরা।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল কাজিম উদ্দিন প্রধান রোগজনিত কারণে ভারতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।