1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
গরমের মধ্যেও ছুটে বেড়াচ্ছেন মোদী, গরম সত্ত্বে ও জনসভায় হাজির সমর্থকরা - নারায়ণগঞ্জ আপডেট
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:২০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
বিকেএমইএ‘র ব্যবসায়ী সংগঠনের স্মারকলিপি ফতুল্লা থানায় অর্থ লেনদেনের মাধ্যমে হত্যা মামলার আসামি মুক্ত, পুলিশ বলছে অবজারভেশনে ছিল। নারায়ণগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত মহানগর স্বেচ্ছাসেবক দলের রাজনীতির একাল-সেকাল নারায়ণগঞ্জ জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তাসমিন আক্তার পিপিএম’র যোগদান বন্দরে সিএসডিতে সরকারি খাল দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ আসমার বিরুদ্ধে চাঁদাবাজদের তালিকা হচ্ছে, দু-এক দিনের মধ্যে ব্যবস্থা: ডিএমপি কমিশনার সাদপন্থি সন্ত্রাসীদের বিচার না হলে সারাদেশে আগুন জ্বলবে – মাওলানা আব্দুল আউয়াল জাতীয়তাবাদী প্রজন্ম দল ফতুল্লা থানার সম্মেলন অনুষ্ঠিত নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গরমের মধ্যেও ছুটে বেড়াচ্ছেন মোদী, গরম সত্ত্বে ও জনসভায় হাজির সমর্থকরা

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ২৬১ Time View

কয়েকদিন ধরে তীব্র দাবদাহে পুড়ছে গোটা ভারত। ভয়াবহ তাপপ্রবাহ চলছে উড়িষ্যা, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বিহার, উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রে। কোথাও কোথাও দিনের তাপমাত্রা উঠে যাচ্ছে ৪০-৪৫ ডিগ্রি সেলসিয়াসে। কিন্তু এর মধ্যেও থেমে নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচারণা। তীব্র গরমের মধ্যেই প্রতিদিন চারটি করে জনসভা করছেন তিনি, ভ্রমণ করছেন গড়ে সাড়ে তিন হাজার কিলোমিটার।উদাহরণস্বরূপ, সোমবার (২৯ এপ্রিল) ভারতীয় প্রধানমন্ত্রীর চারটি নির্ধারিত জনসভা রয়েছে। এর মধ্যে একটি কর্ণাটকে এবং তিনটি মহারাষ্ট্রে। তার দিন শুরু হবে কর্ণাটকের বাগালকোটে। এরপর মহারাষ্ট্রের সোলাপুর, সাতারা এবং পুনেতে জনসভা করবেন তিনি। সারাদিন মোটামুটি ৩ হাজার ৬৫০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দেবেন নরেন্দ্র মোদী।সোমবার মোদীর চার জনসভার মধ্যে একমাত্র পুনের জনসভা হবে সন্ধ্যায়। বাকিগুলো অনুষ্ঠিত হবে রৌদ্রজ্জ্বল দুপুর ও বিকেলে, যে সময়টিতে তাপপ্রবাহ চলমান রাজ্যের মানুষদের জরুরি কাজ ছাড়া ঘর থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি)।এর আগে, রোববার কর্ণাটকেই চারটি জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। বেলাগাভি, উত্তর কন্নড়, দেবনাগেড়ে ও বাল্লারিতে অনুষ্ঠিত সভাগুলোর মধ্যে প্রথমটি শুরু হয় বেলা ১১টায় এবং শেষটি ছিল বিকেল ৫টায়। এদিন সব মিলিয়ে প্রায় ৪ হাজাার ৩০০ কিলোমিটার পথ পাড়ি দেন ৭৩ বছর বয়সী নেতা।তার আগের দিন, অর্থাৎ শনিবার তুলনামূলক কম পরিশ্রম গিয়েছিল মোদীর। সেদিন মহারাষ্ট্রে মাত্র দুটি সভা করেছিলেন তিনি- কোলহাপুর এবং দক্ষিণ গোয়ায়। এসময় কোলহাপুরে ছিল ‘অতিরিক্ত গরম’।এর আগে, গত শুক্রবার তিনটি সমাবেশে ভাষণ দেন ভারতীয় প্রধানমন্ত্রী। পাশাপাশি, তিন রাজ্য- পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তর প্রদেশজুড়ে একটি রোডশোতেও অংশ নিয়েছিলেন তিনি। তার প্রথম সভা শুরু হয়েছিল সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে এবং দিন শেষ হয় রোড শো দিয়ে। রোড শোটি শুরু হয়েছিল সন্ধ্যা সাড়ে ৬টায় এবং স্থায়ী হয়েছিল এক ঘণ্টারও বেশি।শুক্রবার দিনভর তিন হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছিলেন এ বিজেপি নেতা।

বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে গত ১৯ এপ্রিল থেকে শুরু হয়েছে ১৮তম লোকসভা নির্বাচন। আগামী ১ জুন পর্যন্ত মোট সাত ধাপে অনুষ্ঠিত হবে এবারের ভোটগ্রহণ। এরই মধ্যে বিভিন্ন রাজ্যে দ্বিতীয় দফার ভোট সম্পন্ন হয়েছে।

বিজেপি সূত্রের মতে, নির্বাচন এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সামনের সপ্তাহগুলোতে নরেন্দ্র মোদীর প্রতিদিনের কর্মসূচি আরও উত্তেজনাপূর্ণ হতে চলেছে।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • সোমবার (সন্ধ্যা ৭:২০)
  • ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL