মে মাসের দ্বিতীয় রবিবার ‘বিশ্ব মা দিবস’ হিসেবে পালিত হয়। এ বছর দিবসটিকে কেন্দ্র করে একটি বিশেষ পোস্টার করেছে বিএনপি। দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার ছবিসহ একটি পোস্টার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনের এলাকা থেকে আশপাশের এলাকায় পোস্টার উন্মোচনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
বিশ্ব মা দিবসে এবারের দলীয় পোস্টারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘মা আমার দিচ্ছে ডাক, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’।
এসময় রিজভীর অনুসারী বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।