মিয়াবাজার হাইওয়ে থানার ওসি এস এম লোকমান হোসেন জানান, শুক্রবার রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা মাল বোঝাই ট্রাক চট্টগ্রামমুখী চলন্ত গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে চালক সাগর গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
কুমিল্লার চৌদ্দগ্রামে চলন্ত ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া এলাকায় শুক্রবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো সাগর (৩৫) পেছনে থাকা ট্রাকটির চালক ছিলেন। পাবনা জেলার সদর উপজেলার পূর্ব আগরপুর গ্রামের বাসিন্দা তিনি।
মিয়াবাজার হাইওয়ে থানার ওসি এস এম লোকমান হোসেন শনিবার সকালে তথ্যটি নিশ্চিত করে জানান, রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা মাল বোঝাই ট্রাক চট্টগ্রামমুখী অজ্ঞাতনামা চলন্ত গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে চালক সাগর গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
মিয়াবাজার ফাঁড়ির পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।
পুলিশের এ কর্মকর্তা জানান, মালবাহী ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সাগরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।