বোনারপাড়া রেলওয়ে পুলিশের ওসি খাইরুল ইসলাম বলেন, ‘ওই নারী বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হন। পরে পুলিশি পদ্ধতি অবলম্বন করেও তার নাম-পরিচয় না পাওয়ায় সকালে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ আঞ্জুমান মফিদুলে হস্তান্তর করা হয়েছে।’
গাইবান্ধায় রেললাইনেরর ওপর থেকে এক নারীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। নাম-পরিচয় না পাওয়ায় তাকে বেওয়ারিশ হিসেবে দাফন করেছে গাইবান্ধার আঞ্জুমান মফিদুল।
গাইবান্ধার পৌর কবরস্থানে শুক্রবার বিকেল ৫টার দিকে ওই নারীর মরদেহ দাফন করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে সদর উপজেলার কুপতলা এলাকার রেললাইনের ওপর থেকে আনুমানিক ৪৮ বছর বয়সী ওই নারীর দ্বিখণ্ডিত মরদেহ পাওয়া যায়।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন আঞ্জুমান মফিদুলের গাইবান্ধার উপ-পরিচালক মো. শাহজাহান খান।
তিনি বলেন, ‘দুপুরের দিকে পুলিশ রেলে কাটা পড়ে মারা যাওয়া নাম-পরিচয়হীন এক নারীর মরদেহ আমাদের কাছে হস্তান্তর করে। পরে বাদ আসর আমরা ওই নারীর মরদেহ বেওয়ারিশ হিসেবে পৌর কবরস্থানে দাফন করি।’ বোনারপাড়া রেলওয়ে পুলিশের ওসি খাইরুল ইসলাম বলেন, ‘ওই নারী একই দিন রাত সাড়ে ৮টার দিকে ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হন। পরে পুলিশি পদ্ধতি অবলম্বন করেও তার নাম-পরিচয় না পাওয়ায় সকালে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ আঞ্জুমান মফিদুলে হস্তান্তর করা হয়েছে।’