যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ৪৬ পৃষ্ঠার প্রতিবেদনে অস্ত্রের ব্যবহার নিয়ে এ মূল্যায়ন তুলে ধরেছে, যা কংগ্রেসে জমা দেয়া হয়েছে।
ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযানে আমেরিকার সরবরাহ করা অস্ত্র ব্যবহার করে ইসরায়েল আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে থাকতে পারে বলে মনে করছে যুক্তরাষ্ট্র।
দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসন স্থানীয় সময় শুক্রবার এ বক্তব্য দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
বার্তা সংস্থাটির খবরে বলা হয়, গাজায় গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের হামলা শুরুর পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এটিই মিত্র রাষ্ট্রটির সবচেয়ে কড়া সমালোচনা।
আমেরিকান অস্ত্র ব্যবহার করে ইসরায়েলের সম্ভাব্য আন্তর্জাতিক আইন লঙ্ঘন নিয়ে বাইডেন প্রশাসন সুনির্দিষ্ট কোনো মূল্যায়ন করেনি।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধকালীন গোলমেলে পরিস্থিতিতে ইসরায়েলের সম্ভাব্য আইন লঙ্ঘনের সুনির্দিষ্ট ঘটনা যাচাই-বাছাই করা যায়নি।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ৪৬ পৃষ্ঠার প্রতিবেদনে অস্ত্রের ব্যবহার নিয়ে এ মূল্যায়ন তুলে ধরেছে, যা কংগ্রেসে জমা দেয়া হয়েছে।
গাজার রাফাহতে ইসরায়েলের হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির তিক্ততা বাড়ার মধ্যে প্রতিবেদনটি মিত্র দুই রাষ্ট্রের বিরোধ আরও বাড়ানোর ঝুঁকি তৈরি করেছে বলে মনে করা হচ্ছে।